ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় ৯৫ টি দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব উপকূলীয় (ইস্ট-কোস্ট) রেল। আগামিকাল (শুক্রবার, ৩ ডিসেম্বর) এবং শনিবার (৪ ডিসেম্বর) পুরী, হাওড়া, ধানবাদ, হাতিয়া-সহ বিভিন্ন স্টেশন থেকে মোট ৯৫ টি ট্রেন বাতিল করা হয়েছে।
ইস্ট-কোস্টের রেলের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদের সতর্কতায় দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আগামী দু'দিনে মোট ৪৯ টি আপ ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, ডাউন ট্রেন বাতিল থাকছে ৪৫ টি। একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা -
চলতি মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। যা ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুর্যোগের আশঙ্কা আছে। ভারী বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, থাইল্যান্ড উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াতে থাকবে। পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তারপর ভারতের পূর্ব উপকূলের দিকে আসতে থাকবে। জাওয়াদের প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গে না পড়লেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে৷ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট৷ শনিবার ও দিনটা কলকাতা ও উপকূলের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে৷ বাদ পড়বে না দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও৷ কমবেশি সব জেলাতেই প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় জাওয়াদ৷ সেই পরিস্থিতিতে ৪৯ টি ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। যে তালিকার কয়েকটি ট্রেন ইস্ট-কোস্ট রেলের তালিকায় আছে।