দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে পৌঁছাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আবগারি মামলায় জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে ইডি আধিকারিকরা পৌঁছে যান। আর তাঁরা যখন কেজরির বাড়িতে হাজির হন, তার কয়েক ঘণ্টা আগেই দিল্লি হাইকোর্টে ‘ধাক্কা’ খেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি মামলা সংক্রান্ত মামলায় তাঁর বিরুদ্ধে যাতে কোনও কঠোর পদক্ষেপ না করা হয়, সেজন্য হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। অর্থাৎ ইডি চাইলে কেজরিওয়ালকে গ্রেফতারও করতে পারবে। আর সেই আবহেই আজ সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে এসেছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা।
কিন্তু কেজরিকে কি গ্রেফতার করা হবে? ইডি সূত্রে খবর, আপাতত কেজরির বাসভবনে তল্লাশি চালানো হবে। জিজ্ঞাসাবাদ করা হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। সেইসঙ্গে ইডির আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন যে কেজরির গ্রেফতারি আসন্ন। তবে শেষপর্যন্ত তাঁকে গ্রেফতার করা হবে কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইডি শীর্ষকর্তারা। কেজরির দল আম আদমি পার্টির (আপ) তরফে অবশ্য দাবি করা হয়েছে যে দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত চলছে।
এমনিতে ২০২১-২২ সালে দিল্লি আবগারি মামলায় গত বছরের নভেম্বর থেকে কেজরিওয়ালকে ন'বার সমন পাঠিয়েছে ইডি। কিন্তু ন'বারই সেই সমন এড়িয়ে গিয়েছেন। হাজিরা দেননি ইডির সামনে। বৃহস্পতিবার তাঁকে ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। তবে তিনি হাজিরা দেননি। বরং দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ চেয়েছিলেন। কিন্তু তাঁকে কোনও রক্ষাকবচ দেয়নি দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে ধাক্কা খেলেও দিল্লির মন্ত্রী তথা আপ নেতা অতিশি দাবি করেছেন যে আদালতে আম আদমি পার্টি ও কেজরিওয়ালের বড় জয় হয়েছে। কারণ ইডির প্রবল বিরোধিতা সত্ত্বেও কেজরির আর্জি খারিজ হয়নি। তা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেজরির বিরুদ্ধে ইডির কাছে কোনও প্রমাণ নেই। এটা পুরোপুরি রাজনৈতিক মামলা। দু'বছর ধরে তদন্ত চলার পরেও আপের কোনও নেতার থেকে এক টাকাও মেলেনি। যে মামলায় আপ নেতারা ১০০ কোটি টাকা পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: Yusuf Pathan: 'মোদী যদি গুজরাটের মানুষ হয়ে…' বহরমপুরে খেলতে নেমে গুগলি 'বহিরাগত' ইউসুফ পাঠানের
অতিশি হাইকোর্টে যা হয়েছে, সেটাকে ‘জয়’ বলে দাবি করলেও সূত্রের খবর, রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন কেজরি। বিষয়টি নিয়ে আইনজীবীরা আলোচনা চালাচ্ছেন। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানাতে পারেন তিনি। যদিও সরকারিভাবে তা নিয়ে আপের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন: Debashis Dhar: সমাজসেবা করব…আইপিএসের চাকরি ছাড়লেন দেবাশিস ধর, তবে কি তিনিও রাজনীতিতে?