বাংলা নিউজ > ঘরে বাইরে > ২০০ কোটি টাকার সম্পত্তি মাত্র ২৫ কোটিতে বিক্রি, গ্রেফতার SBI-র প্রাক্তন প্রধান

২০০ কোটি টাকার সম্পত্তি মাত্র ২৫ কোটিতে বিক্রি, গ্রেফতার SBI-র প্রাক্তন প্রধান

ছবি : টুইটার (Twitter)

প্রসঙ্গত, অবসরের পর এই অ্যালকেমিস্ট ARC-র বোর্ডেই যোগ দেন প্রতীপ চৌধুরী।

সোমবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) প্রাক্তন চেয়ারম্যান প্রতীপ চৌধুরীকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, অ্যালকেমিস্টকে ২৫ কোটি টাকায় ২০০ কোটি টাকার হোটেল-সম্পত্তি পাইয়ে দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, অবসরের পর এই অ্যালকেমিস্ট ARC-র বোর্ডেই যোগ দেন প্রতীপ চৌধুরী। 

২০০৭ সালে জয়সলমীরের একটি হোটেল প্রকল্প সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এসবিআই-এর ঋণপ্রাপ্ত ওই পাঁচতারা হোটেল প্রকল্পের নাম ছিল 'গড় রাজওয়াদা'।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, গোডাবণ গোষ্ঠীকে হোটেল বানাতে ২৪ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছিল। সময়ে শোধ না হওয়ায় স্টেট ব্যাঙ্ক প্রথামাফিক সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করে। কিন্তু বাজেয়াপ্ত সম্পত্তির মোট বাজার মূল্য ছিল প্রায় ২০০ কোটি টাকা!

অভিযোগ, সেই ২০০ কোটি টাকার সম্পত্তিই মাত্র ২৫ কোটি টাকায় অ্যালকেমিস্ট অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডকে(ARC) বিক্রি করে দেয় SBI। সেই সময়ে প্রতীপ চৌধুরি স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন।

এদিকে ২০১৬ সালে দুটি হোটেল হাতে পায় অ্যালকেমিস্ট গোষ্ঠী। এদিকে তার পরের বছরেই হোটেল দুটির ভ্যালুয়েশন করা হয়। দেখা যায় দুটি হোটেলের নূন্যতম দাম ১৬০ কোটি টাকা হওয়া উচিত্। এদিকে সেটাই কার্যত জলের দরে বিক্রি করা হয়েছে অ্যালকেমিস্ট গোষ্ঠীকে।

পরে এই অ্যালকেমিস্টেই যোগ দেন SBI-এর প্রাক্তন চেয়ারম্যান

উল্লেখ্য, SBI থেকে অবসরের পর এই অ্যালকেমিস্ট অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিতেই যোগ দেন প্রতীপ চৌধুরি। সেপ্টেম্বর ২০১৩-এ দুই বছরের মেয়াদের পর চেয়ারম্যান হিসাবে অবসর গ্রহণ করেন তিনি। এর এক বছরের মাথায়, ২০১৪ সালের অক্টোবরে অ্যালকেমিস্ট ARC বোর্ডে যোগদান করেন প্রাক্তন SBI চেয়ারম্যান।

এই দুর্নীতি মামলায় অভিযুক্ত অ্যালকেমিস্ট কর্তা অলোক ধীর পলাতক বলে জানিয়েছে পুলিশ।

একটি বিবৃতিতে, এসবিআই বলেছে, 'ARC-কে উল্লিখিত বিক্রি করার সময়ে সমস্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল।' পুলিশি পদক্ষেপে ব্যাঙ্কাররা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এসবিআইয়ের আরেক প্রাক্তন চেয়ারম্যান রজনীশ কুমার বলেন, 'মিস্টার চৌধুরীর গ্রেপ্তারিতে গোটা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ক্ষুব্ধ। এটা ঠিক হচ্ছে না। এ ক্ষেত্রে কোনো দুর্নীতি নেই। ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির সবাই তা জানে।'

 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এক সিনিয়র ব্যাঙ্কার(নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘যেখানে জালিয়াতি ধরার জন্য এতগুলি কমিটি রয়েছে, সেখানে আপনি কীভাবে একা চেয়ারম্যানকে  গ্রেফতার করতে পারেন? বিচার বিভাগীয় পদক্ষেপ উদ্বেগজনক।’

দায়ের করা মামলায় প্রতীপ চৌধুরীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০(প্রতারণা এবং অসাধুভাবে সম্পত্তি বিতরণে প্ররোচিত করা), ৪০৯(সরকারি কর্মচারী, বা ব্যাঙ্কার, বিক্রেতা বা এজেন্ট দ্বারা বিশ্বাস লঙ্ঘন) এবং ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় অভিযোগ রয়েছে।

প্রতীপ চৌধুরী দুই বছরের জন্য SBI-এর চেয়ারম্যান ছিলেন। এর আগে তাঁর দীর্ঘ চাকরিজীবনে তিনি SBI-এর আন্তর্জাতিক বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরের পদসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ব্যাঙ্কিং খাতে তাঁর প্রায় ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এসবিআই (কানাডা) টরন্টোতে প্রায় পাঁচ বছর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এছাড়া মুম্বাইয়ের এসবিআই মিউচুয়াল ফান্ডের প্রধান বিনিয়োগ আধিকারিকও ছিলেন।

তিনি CESC, কোয়েস, কসমো ফিল্মস, Iffco কিষান সঞ্চার লিমিডেট, অ্যালকেমিস্ট, স্পেনসার্স এবং অন্যান্য নামজাদা বেসরকারি সংস্থার বোর্ডে স্বাধীন পরিচালকের পদে ছিলেন।

পরবর্তী খবর

Latest News

দক্ষিণী দর্শকদের নিয়ে বেফাঁস সলমন, জবাবে ভাইজানকে কটাক্ষ নানির কিডনি সুস্থ আছে তো? ঘরে বসেই এভাবে পরখ করে দেখে নিন আরাত্রিকা থেকে ধ্রুব, এবার 'ডিবিডি'-এর মঞ্চে মাতাবেন মেগার তারকারা! অক্ষয় তৃতীয়া ২০২৫র তিথি কখন শুরু,কখন শেষ?সোনা কেনার শুভ মুহূর্ত,পুজোর সময়কাল রইল অস্ত্রোপচারে মানুষের থেকেও বেশি দক্ষ হয়ে উঠবে রোবট, মাত্র ৫ বছরে: ইলন মাস্ক স্যার, আজ মারব… বৈভবের কোচ বুঝেছিলেন RR vs GT ম্যাচে বড় একটা কিছু হতে চলেছে মমতার হাতে জগন্নাথ ধামের উদ্বোধনে ফিরছে মোদীর রাম মন্দির উদ্বোধনের স্মৃতি! সুদীপ্তার টেলিভিশন শো-এ হাজির ইমন চক্রবর্তী, কী ‘লক্ষ্মীলাভ’ করলেন গায়িকা? দিঘায় আসছেন সাংসদ অভিষেক, উচ্ছ্বাস–উদ্দীপনার জোয়ার, পর্যটকশূন্য সৈকত এই গরমে হাঁটতে গিয়ে ক্লান্ত খুদে? জুতো কেনার সময় খেয়াল রাখুন ছোট্ট টিপস

Latest nation and world News in Bangla

ভারত-পাক পারদ চড়ার মাঝে নর্দান আর্মি কমান্ডের ‘চিফ’ পদে Lt Gen প্রতীক শর্মা কানাডার মসনদে ফের মার্ক কার্নি, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংশয় কানাডায় নিখোঁজের পর রহস্যমৃত্যু পঞ্জাবের AAP নেতার মেয়ের! কী ঘটেছে? টানা ৫ দিন সীমান্তে পাক সেনার গুলি, জবাব ভারতের! কাশ্মীরে ভদেরওয়াতে পর্যটকদের ঢল 'বিজেপির মুখপাত্র শশী থারুর?' দলের সাংসদের বিরুদ্ধেই প্রশ্ন তুলল কংগ্রেস 'কোন মুখে রাজ্যের মর্যাদা চাইব?' পহেলগাঁও হামলায় বাকরুদ্ধ কাশ্মীরের মুখ্যমন্ত্রী কংগ্রেসের জন্য ভারতকে বদনাম পাকিস্তানের! রাহুল-খাড়গেকে তুলোধোনা বিজেপির কানাডার ভোটে প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে কারা? নির্বাচনী আবহে ট্রাম্পের কোন ‘অফার’? ‘অক্টোবরে বিয়ে করেছি ভারতে…এখন বলছেন,’ পহেলগাঁও নিয়ে মুখ খুললেন পাকিস্তানি বধূ ‘ভারতে থাকতে দিন নাহলে…’ বিরাট চাপে প্রাক্তন কাশ্মিরী জঙ্গিদের পাকিস্তানি বউরা

IPL 2025 News in Bangla

স্যার, আজ মারব… বৈভবের কোচ বুঝেছিলেন RR vs GT ম্যাচে বড় একটা কিছু হতে চলেছে হুইলচেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন দ্রাবিড়! বৈভবের শতরানের পরে আবেগে ভাসলেন RR কোচ বৈভব সূর্যবংশীকে নিয়ে কেন এমন কথা বললেন GT অধিনায়ক? গিলের উপর রেগে গেলেন জাদেজা বৈভব যেন IPL-এ নিজের নতুন রেকর্ডবুক ছাপাবেন! দেখুন কত নজির গড়লেন ১৪ বছরের তারকা দিল্লির পিচে কোন একাদশ নামাবে KKR? যেন নাইটরা আজ থেকেই নকআউট পর্ব খেলতে নামবে! IPL 2025-এর মেগা নিলামে করা ভুলটাই CSK-এর ব্যর্থতার আসল কারণ… দাবি জাদেজার মাঠের দিকেই তাকাই না, কোনও বোলারকে ভয় পাই না… রেকর্ড শতরান করা কিশোরের চ্যালেঞ্জ ভিডিয়ো: জানো আমি কী ভেবেছিলাম? ম্যাচ শেষ করব তারপর… সামনে এল রাহুল-কোহলির আড্ডা GT-কে হারিয়ে IPL Points Table-এ MI-এর সুবিধে করে দিল RR, নিজেরাও দিল বড় লাফ ‘বাচ্চা’ সূর্যবংশীর তেজে খাক রশিদরা, ৩৮ বলে ১০১ করে RR-র লজ্জা রুখল, হল ১১ নজির

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.