করদাতাদের অ্যাকাউন্টে আয়কর রিটার্ন ফেরানোর জন্য গড় সময় ৯৩ দিন থেকে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে বড় দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ লোকসভায় বাজেট প্রস্তাবনা পেশের সময় নির্মলা দাবি করেন, ২০১৩-১৪ অর্থবর্ষে আয়কর রিটার্নের গড় সময় ছিল ৯৩ দিন। আর চলতি অর্থবর্ষে এই গড় সময়সীমা কমিয়ে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এদিকে অর্থমন্ত্রী জানান, গত ১০ বছরে কর আদায় তিনগুণেরও বেশি বেড়েছে। আগামী অর্থবর্ষে ২৬.০২ লাখ কোটি টাকা কর আদায় করা হবে বলে পূর্বাভাস দেন নির্মলা। (আরও পড়ুন: বাজেটে কর সংক্রান্ত বড় ঘোষণা নির্মলার, লাভবান হবেন ১ কোটি করদাতা)
আরও পড়ুন: ২৯ দিনের মাসে ক'দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? একনজরে দেখুন ফেব্রুয়ারির ছুটির তালিকা
এদিকে দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে আজ দাবি করেন অর্থমন্ত্রী। এর আগে গতবছর অক্টোবরে প্রকাশিত এক সরকারি রিপোর্টে জানানো হয়েছিল, গত আট বছরে করদাতাদের গড় আয় ৫৬ শতাংশ বেড়েছে। সরকারের তথ্য অনুযায়ী, ৮ বছর আগে যেখানে করদাতাদের গড় আয় ছিল ৪.৫ লাখ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৭ লাখ। এদিকে আয়কর রিটার্ন ফাইল করা ব্যক্তিতদের সংখ্যা গত আট বছরে বেড়েছে ৯০ শতাংশ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, গত কয়েক বছরে ক্রমাগত বেড়েছে আয়কর রিটার্ন ফাইলের হার। এদিকে ২০১৩-১৪ অর্থবর্ষে যেখানে করদাতা ছিলেন ৩.৩৬ কোটি মানুষ, ২০২১-২২ অর্থবর্ষে সেই সংখ্যাটা বেড়ে ৬.৩৭ কোটি হয়েছে।
আরও পড়ুন: কার্যকর হল না FASTag-এর কড়াকড়ি, নয়া ডেডলাইনের মধ্যে KYC করবেন কীভাবে?
এদিকে গতবছরের শেষ ভাগে প্রকাশিত সেই রিপোর্টে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল, সরকারের তরফে বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবর্ষে সরকার ৬.৩৮ লাখ কোটি টাকা ঘরে তুলেছিল প্রত্যক্ষ কর থেকে। আর ২০২২-২৩ অর্থবর্ষে সেই পরিমাণ বেড়ে হয়েছে ১৬.৬১ লক্ষ কোটি টাকা। অর্থ মন্ত্রকের দাবি, এটা সম্ভব হয়েছে কারণ সরকার করদাতাদের সুবিধার্থে নীতি কার্যকর করেছে এবং প্রশাসন সঠিক ভাবে কাজ করেছে।
আরও পড়ুন: মিলবে সুযোগ, আসবে বদল, ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এই নতুন ৬ বিষয়, একনজরে জানুন বিশদ
সরাকরি তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে আয়কর রিটার্ন ফাইল করেছেন ৭.৪১ কোটি মানুষ। এর মধ্যে থেকে ৫৩ লাখ মানুষ প্রথমবারের জন্য আয়কর রিটার্ন ফাইল করেছেন। এদিকে সরকারি তথ্য অনুযায়ী, সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম ১ শতাংশের মধ্যে থাকা মানুষের আয় গত আট বছরে বেড়েছে ৪২ শতাংশ। এদিকে এই তালিকায় নীচের ২৫ শতাংশে থাকা মানুষের গড় আয় বেড়েছে ৫৮ শতাংশ। এদিকে পাঁচ লাখ টাকার মোট আয় করা ব্যক্তিদের মধ্যে আয়কর রিটার্ন ফাইলের হার বৃদ্ধি করেছে। যেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে বার্ষিক ৫ লাখ আয় করা ২.৬২ কোটি মানুষ আয়কর রিটার্ন ফাইল করেছিলেন। সেখানে ২০২১-২২ অর্থবর্ষে সংখ্যাটা ৩২ শতাংশ বেড়ে ৩.৪৭ কোটি হয়েছে। এদিকে সরকার বলছে, বার্ষিক ৫ থেকে ১০ লাখ টাকা আয় করা ব্যক্তিদের মধ্যে আয়কর রিটার্ন ফাইলের হার আট বছরে বেড়েছে ২৯৫ শতাংশ। এবং ১০ থেকে ২৫ লাখ টাকা আয় করা ব্যক্তিদের রিটার্ন ফাইলের হার বেড়েছে ২৯১ শতাংশ।