বাংলা নিউজ > ঘরে বাইরে > Nirmala on Income Tax Return in Budget: কাঠামো বদল হল না, তবে আয়কর রিটার্ন নিয়ে বাজেটে বড় কথা বললেন নির্মলা

Nirmala on Income Tax Return in Budget: কাঠামো বদল হল না, তবে আয়কর রিটার্ন নিয়ে বাজেটে বড় কথা বললেন নির্মলা

অর্থ মন্ত্রকে নির্মলা সীতারামন (Shrikant Singh)

Budget in Bengali: অর্থমন্ত্রী জানান, গত ১০ বছরে কর আদায় তিনগুণেরও বেশি বেড়েছে। আগামী অর্থবর্ষে ২৬.০২ লাখ কোটি টাকা কর আদায় করা হবে বলে পূর্বাভাস দেন নির্মলা।

করদাতাদের অ্যাকাউন্টে আয়কর রিটার্ন ফেরানোর জন্য গড় সময় ৯৩ দিন থেকে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে বড় দাবি করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ লোকসভায় বাজেট প্রস্তাবনা পেশের সময় নির্মলা দাবি করেন, ২০১৩-১৪ অর্থবর্ষে আয়কর রিটার্নের গড় সময় ছিল ৯৩ দিন। আর চলতি অর্থবর্ষে এই গড় সময়সীমা কমিয়ে ১০ দিনে নামিয়ে আনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। এদিকে অর্থমন্ত্রী জানান, গত ১০ বছরে কর আদায় তিনগুণেরও বেশি বেড়েছে। আগামী অর্থবর্ষে ২৬.০২ লাখ কোটি টাকা কর আদায় করা হবে বলে পূর্বাভাস দেন নির্মলা। (আরও পড়ুন: বাজেটে কর সংক্রান্ত বড় ঘোষণা নির্মলার, লাভবান হবেন ১ কোটি করদাতা)

আরও পড়ুন: ২৯ দিনের মাসে ক'দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? একনজরে দেখুন ফেব্রুয়ারির ছুটির তালিকা

এদিকে দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে আজ দাবি করেন অর্থমন্ত্রী। এর আগে গতবছর অক্টোবরে প্রকাশিত এক সরকারি রিপোর্টে জানানো হয়েছিল, গত আট বছরে করদাতাদের গড় আয় ৫৬ শতাংশ বেড়েছে। সরকারের তথ্য অনুযায়ী, ৮ বছর আগে যেখানে করদাতাদের গড় আয় ছিল ৪.৫ লাখ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৭ লাখ। এদিকে আয়কর রিটার্ন ফাইল করা ব্যক্তিতদের সংখ্যা গত আট বছরে বেড়েছে ৯০ শতাংশ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বলা হয়েছে, গত কয়েক বছরে ক্রমাগত বেড়েছে আয়কর রিটার্ন ফাইলের হার। এদিকে ২০১৩-১৪ অর্থবর্ষে যেখানে করদাতা ছিলেন ৩.৩৬ কোটি মানুষ, ২০২১-২২ অর্থবর্ষে সেই সংখ্যাটা বেড়ে ৬.৩৭ কোটি হয়েছে।

আরও পড়ুন: কার্যকর হল না FASTag-এর কড়াকড়ি, নয়া ডেডলাইনের মধ্যে KYC করবেন কীভাবে?

এদিকে গতবছরের শেষ ভাগে প্রকাশিত সেই রিপোর্টে সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল, সরকারের তরফে বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবর্ষে সরকার ৬.৩৮ লাখ কোটি টাকা ঘরে তুলেছিল প্রত্যক্ষ কর থেকে। আর ২০২২-২৩ অর্থবর্ষে সেই পরিমাণ বেড়ে হয়েছে ১৬.৬১ লক্ষ কোটি টাকা। অর্থ মন্ত্রকের দাবি, এটা সম্ভব হয়েছে কারণ সরকার করদাতাদের সুবিধার্থে নীতি কার্যকর করেছে এবং প্রশাসন সঠিক ভাবে কাজ করেছে।

আরও পড়ুন: মিলবে সুযোগ, আসবে বদল, ফেব্রুয়ারিতে চালু হচ্ছে এই নতুন ৬ বিষয়, একনজরে জানুন বিশদ

সরাকরি তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে আয়কর রিটার্ন ফাইল করেছেন ৭.৪১ কোটি মানুষ। এর মধ্যে থেকে ৫৩ লাখ মানুষ প্রথমবারের জন্য আয়কর রিটার্ন ফাইল করেছেন। এদিকে সরকারি তথ্য অনুযায়ী, সর্বোচ্চ করদাতাদের তালিকায় প্রথম ১ শতাংশের মধ্যে থাকা মানুষের আয় গত আট বছরে বেড়েছে ৪২ শতাংশ। এদিকে এই তালিকায় নীচের ২৫ শতাংশে থাকা মানুষের গড় আয় বেড়েছে ৫৮ শতাংশ। এদিকে পাঁচ লাখ টাকার মোট আয় করা ব্যক্তিদের মধ্যে আয়কর রিটার্ন ফাইলের হার বৃদ্ধি করেছে। যেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে বার্ষিক ৫ লাখ আয় করা ২.৬২ কোটি মানুষ আয়কর রিটার্ন ফাইল করেছিলেন। সেখানে ২০২১-২২ অর্থবর্ষে সংখ্যাটা ৩২ শতাংশ বেড়ে ৩.৪৭ কোটি হয়েছে। এদিকে সরকার বলছে, বার্ষিক ৫ থেকে ১০ লাখ টাকা আয় করা ব্যক্তিদের মধ্যে আয়কর রিটার্ন ফাইলের হার আট বছরে বেড়েছে ২৯৫ শতাংশ। এবং ১০ থেকে ২৫ লাখ টাকা আয় করা ব্যক্তিদের রিটার্ন ফাইলের হার বেড়েছে ২৯১ শতাংশ।

পরবর্তী খবর

Latest News

২৩৫ বলে অপরাজিত ১২২ রান! অংশুলের আগুনে বোলিংয়ের সামনে রুখে দাঁড়ালেন শাশ্বত বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী ‘কী যেন…অভিষেক, ও পারবে না! সম্মান নিয়ে পদত্যাগ করুন’, মমতাকে অনুরোধ শ্রীলেখার সেপ্টেম্বরের বাকি দশদিন বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা, দার্জিলিং–শিলিগুড়ি রুট থমকে অনুদানে আগেই ‘না’, এবার চাঁদের বিলে জাস্টিস স্ট্যাম্প দিল কলকাতার পুজো কমিটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.