বাংলা নিউজ > ঘরে বাইরে > Fixed Deposit Rate Hiked: FD-তে সুদের হার বাড়ল এই ব্যাঙ্কে, মাত্র ৩৭ মাসে প্রবীণদের মিলবে ৭.৫% ইন্টারেস্ট

Fixed Deposit Rate Hiked: FD-তে সুদের হার বাড়ল এই ব্যাঙ্কে, মাত্র ৩৭ মাসে প্রবীণদের মিলবে ৭.৫% ইন্টারেস্ট

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল HSBC ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Fixed Deposit Rate Hiked: ওই ব্যাঙ্কে ৭ দিন থেকে ৬০ মাসের মধ্যে বিভিন্ন মেয়াদ ফিক্সড ডিপোজিট খোলা যায়। সবথেকে বেশি সুদ পাওয়া যায় ৩৬ মাস থেকে ৩৭ মাসের মেয়াদে।

ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল HSBC  ব্যাঙ্ক। যে বর্ধিত হার ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে। সেইসঙ্গে ৩৬ মাস থেকে ৩৭ মাসের কম সময়ের মধ্যে ম্যাচিওর হওয়ার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান।

HSBC ব্যাঙ্ক ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ৭ দিন থেকে ৬০ মাসের মধ্যে বিভিন্ন মেয়াদ ফিক্সড ডিপোজিট খোলা যায়। তাতে বিভিন্ন হারে সুদ প্রদান করা হয়। সাধারণ নাগরিকদের আপাতত সর্বোচ্চ সাত শতাংশ সুদ প্রদান করা হচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সর্বোচ্চ সুদের হার ৭.৫ শতাংশ। নয়া যে সুদের হারের ঘোষণা করা হয়েছে, তা ১৯ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে।

আরও পড়ুন: SBI Fixed Deposit New Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI! আপনার কত লাভ হবে? দেখে নিন

HSBC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার (বিভিন্ন মেয়াদের ভিত্তিতে)

১) ৭ দিন থেকে ৮ দিন: ২.৮৫ শতাংশ।

২) ৯ দিন থেকে ২৯ দিন: ৩ শতাংশ।

৩) ৩০ দিন থেকে ৫৯ দিন: ৩.৪ শতাংশ। 

৪) ৬০ দিন থেকে ৮৯ দিন: ৩.৬ শতাংশ।

৫) ৯০ দিন থেকে ৯৪ দিন: ৩.৮ শতাংশ।

৬) ৯৫ দিন থেকে ১৭৯ দিন: ৪ শতাংশ।

৭) ১৮০ দিন বা ৬ মাস: ৪.৫ শতাংশ।

৮) ১৮১ দিন থেকে ২৬৯ দিন: ৩.২৫ শতাংশ।

৯) ২৭০ দিন থেকে ৩৯৯ দিন: ৩.১০ শতাংশ।

১০) ৪০০ দিন: ৩.২৫ শতাংশ।

১১) ৪০১ দিন থেকে ১৮ মাসের কম: ৬.২৫ শতাংশ। 

১২) ১৮ মাস থেকে ৫৯৯ দিন: ৩.৩ শতাংশ। 

১৩) ৬০০ দিন: ৩.৭৫ শতাংশ। 

১৪) ৬০১ দিন থেকে ৬৯৯ দিন: ৩.৩ শতাংশ। 

১৫) ৭০০ দিন: ৩.৭৫ শতাংশ। 

১৬) ৭০১ দিন থেকে ৭৩১ দিন: ৩.৫ শতাংশ। 

১৭) ৭৩২ দিন থেকে ৩৬ মাসের কম: ৬.৫ শতাংশ। 

১৮) ৩৬ মাস থেকে ৩৭ মাসের কম: ৭ শতাংশ। 

১৯) ৩৭ মাস থেকে ৪৮ মাসের কম: ৬ শতাংশ। 

২০) ৪৮ মাস থেকে ৬০ মাস: ৬ শতাংশ।

বিশেষ দ্রষ্টব্য: উপরে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদের হার দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিকরা প্রতিটি মেয়াদেই বাড়তি ০.৫ শতাংশ হারে সুদ পাবেন বলে HSBC ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Fixed Deposit Premature Withdrawal: সময়ের আগে FD ভাঙবেন? জরিমানার নিয়ম জানুন

HSBC ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট 

অনলাইনেই ফিক্সড ডিপোজিট খুলতে পারবেন HSBC ব্যাঙ্কে। ১০,০০০ টাকা দিয়েই এফডি করা যায়।

বন্ধ করুন