বাংলা নিউজ > ঘরে বাইরে > দেশের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি! দেখে নিন কোথায় জারি হল লাল সতর্কতা

দেশের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি! দেখে নিন কোথায় জারি হল লাল সতর্কতা

আমেদাবাদে এভাবেই জলমগ্ন হয়েছিল শহরের রাস্তা। (AP Photo) (AP)

সোমবার পর্যন্ত তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি থাকছে। কর্ণাটকের দক্ষিণ ও উত্তর কন্নর উদুপির জন্য লাল সতর্কতা জারি থাকছে।গুজরাতের গির, সোমনাথ, সুরাত, ভাবনগর ও জুনাগড়ে লাল সতর্কতা জারি থাকবে।

ইশিকা যাদব

মহারাষ্ট্র, পঞ্জাব ও রাজস্থানে একেবারে বন্যা পরিস্থিতি। একাধিক নদী ফুঁসছে।মহারাষ্ট্রের কুণ্ডলিকা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। পাশাপাশি অম্বা, সাবিত্রী, পাতালগঙ্গা, উল্লাস, গর্হি সহ একাধিক নদীর জল বিপদসীমার কাছাকাছি বইছে।

এদিকে হরিয়ানার আম্বালার একাংশ জলমগ্ন। পুর প্রশাসন পাম্প দিয়ে জল বের করার চেষ্টা করছে। আবহাওয়া দফতর রবিবার পঞ্জাবে ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছিল। রবিবার রাজস্থানে ঢোলপুর শহরের একাংশও জলমগ্ন হয়ে যায়। চম্বল নদীর ধারে এই শহরটি অবস্থিত।

এবার আবহাওয়া দফতরের পূর্বাভাস একবার দেখে নেওয়া যাক।

১) কর্ণাটকের উপকূলীয় এলাকায় মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২) সোমবার  অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টি হতে পারে।

৩) মধ্যপ্রদেশ ও ওড়িশার একাংশেও মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৪) গুজরাতেও মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন মহারাষ্ট্রের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫) হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

৬) সোমবার রাজস্থানের পশ্চিমদিকে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ও বুধবারের মধ্যে রাজস্থানের পশ্চিম অংশ ভাসতে পারে।

সোমবার পর্যন্ত তেলেঙ্গানার বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি থাকছে। কর্ণাটকের দক্ষিণ ও উত্তর কন্নর উদুপির জন্য লাল সতর্কতা জারি থাকছে।গুজরাতের গির, সোমনাথ, সুরাত, ভাবনগর ও জুনাগড়ে লাল সতর্কতা জারি থাকবে।

 

 

বন্ধ করুন