HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, শোকপ্রকাশ মোদী-রাহুলের

প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, শোকপ্রকাশ মোদী-রাহুলের

পিভি নরসিমা রাওয়ের সরকারে খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী ছিলেন।

অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ (ফাইল ছবি, সৌজন্য পিটিআই))

প্রায় তিন মাস ধরে করোনাভাইরাস এবং করোনাভাইরাস পরবর্তী জটিলতার কারণে অসুস্থ ছিলেন। কিন্তু কাজে এল না সেই লড়াই। সোমবার প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের। অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘দীর্ঘদিন রোগে ভোগার পর বিকেল ৫ টা ৩৪ মিনিটে মৃত্যু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের।’

আগামী বছর বিধানসভা ভোটের জন্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) নেতা এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে বৈঠক চালাচ্ছিলেন ৮৪ বছরের কংগ্রেস নেতা। তারইমধ্যে গত ২৫ অগস্ট তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। পরে তাঁর রিপোর্ট নেগেটিভ এলেও প্রায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ভরতি ছিলেন। ২৫ অক্টোবর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল।

কিন্তু করোনাভাইরাস পরবর্তী জটিলতার কারণে ২ নভেম্বর তাঁকে আবারও হাসপাতালে ভরতি করতে হয়েছিল। তখন থেকেই তাঁকেই নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সেক্ষেত্রে ফুসফুসে অক্সিজেন পাঠানো হলে রোগীর শ্বাসপ্রশ্বাস পুরোপুরি যন্ত্রনির্ভর হয় না। শনিবার বিকেলের দিকে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে (পুরোপুরি যন্ত্রনির্ভর) দেওয়া হয়। তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিস। রবিবার তাঁর ডায়ালিসিস করা হয়েছিল। কিন্তু তাতে শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তারপর সোমবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ একাধিক নেতা। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘শ্রী তরুণ গগৈ জি জনপ্রিয় নেতা এবং বর্ষীয়ান প্রশাসক ছিলেন। অসমের পাশাপাশি যাঁর কেন্দ্রে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার এবং সমর্থকদের সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।’

অসমে কংগ্রেসের মুখ গগৈয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাহুল। তিনি বলেন, ‘শ্রী তরুণ গগৈ সত্যিকারের কংগ্রেস নেতা ছিলেন। অসমের সব মানুষ এবং সম্প্রদায়কে একসঙ্গে নিয়ে আসার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমার কাছে তিনি ছিলেন অসামান্য এবং বিজ্ঞ নেতা। আমি তাঁকে ভালোবাসতাম এবং অত্যন্ত শ্রদ্ধা করতাম। আমি তাঁকে মিস করব। গৌরব (গগৈ) এবং তাঁর পরিবারের প্রতি ভালোবাসা এবং সমবেদনা জানাচ্ছি।’

১৯৩৬ সালের ১ এপ্রিল অসমের জোরহাট জেলার রঙ্গারাজন টি এস্টেটে জন্মগ্রহণ করেছিলেন গগৈ। জোরহাটের জেবি কলেজ থেকে স্নাতক হওয়ার গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি করেছিলেন। আইনজীবী হিসেবে পেশাদারি জীবন শুরু করলেও শীঘ্রই রাজনীতির আঙিনায় প্রবেশ ঘটে। ১৯৬৮ সালে জোরহাট পুরসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিন বছর পর জোরহাট থেকেই লোকসভা ভোটে জিতেছিলেন। পরে ১৯৭৭ এবং ১৯৮৩ সালে আরও দু'বার নিজের জন্মস্থানের লোকসভা আসনে জয় পেয়েছিলেন। ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ১৯৯১ সালে কালিয়াবর আসন থেকে লড়েও লোকসভায় যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন। সেই সময় (১৯৯১-৯৫) পিভি নরসিমা রাওয়ের সরকারে খাদ্য প্রক্রিয়াকরণমন্ত্রী ছিলেন। ১৯৯৮ এবং ১৯৯৯ সালেও কালিয়াবর আসন থেকেই জিতেছিলেন। দীর্ঘদিন দিল্লিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর আবারও অসমের রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে এসেছিলেন। ২০০১ সাল ২০১৬ সাল পর্যন্ত অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৬ সালে বিজেপি ক্ষমতায় এলেও তিতাবর আসনে নিজে জিতেছিলেন।

ঘরে বাইরে খবর

Latest News

সন্দেশখালিতে অস্ত্রের সঙ্গে কার্তুজের বিল হাতে পেলে CBI, খতিয়ে দেখছেন গোয়েন্দারা যেন সত্যিই রাম-সীতা! 'রামায়ণ'-এর সেট থেকে ফাঁস রণবীর-সাই-এর লুক মাথায় বিশাল ছাতা, মায়ের সঙ্গে পিসি করিনার বাড়িতে রাহা 'মন্ত্রিসভা জানতই না' পাহাড়ে শিক্ষক নিয়োগের ‘দুর্নীতির’ দায় এড়াতে মরিয়া রাজ্য রাশিয়া থেকে ভারতমুখী তৈলবাহী জাহাজে হুথি-হানা! আছড়ে পড়ল মিসাইল 'মা-বাবা বাড়িতে না থাকলেই...' ছোটবেলায় আত্মীয়ের হাতে যৌন হেনস্থার শিকার হন সু কপিল-সুনীল একসঙ্গে ফিরতেই সফল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’, জমিয়ে হল পার্টি… Wolverhampton Wanderers vs Luton Town Live Score, Wolverhampton Wanderers 0-0 Luton Town EPL 2023 West Ham United vs Liverpool Live Score, West Ham United 2-2 Liverpool EPL 2023 Everton vs Brentford Live Score, Everton 0-0 Brentford EPL 2023

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.