প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এবার মোট ১০৬ জন পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন। ছয়জন পেয়েছেন পদ্মবিভূষণ। পদ্মভূষণ পেয়েছেন নয়জন। পদ্মশ্রী পেয়েছেন ৯১ জন। এবার পশ্চিমবঙ্গের চারজন পদ্ম পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। একজন পদ্মবিভূষণ পেয়েছেন।
পদ্মবিভূষণ প্রাপকদের তালিকা
১) বালাকৃষ্ণ দোশী (মরণোত্তর)।
২) জাকির হোসেন।
৩) এস এম কৃষ্ণ।
৪) দিলীপ মহালানবীশ (মরণোত্তর) (বিস্তারিত পড়ুন: Padma Vibhushan for ORS pioneer Dilip Mahalanabis: মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ORS-র স্রষ্টা দিলীপ মহালানবীশ)
৫) শ্রীনিবাস বর্ধন।
৬) মুলায়ম সিং যাদব (মরণোত্তর)।
পদ্মভূষণ প্রাপকদের তালিকা
১) এস এল ভিরাপ্পা।
২) বাণী জয়রাম।
৩) স্বামী চিন্না জিয়ার।
৪) সুমন কল্যাণপুর।
৫) কপিল কাপুর।
৬) সুধা মূর্তি।
৭) কুমার মঙ্গলম বিড়লা।
৮) দীপক ধর।
৯) কমলেশ ডি প্যাটেল।
পদ্মশ্রী প্রাপকদের তালিকা
১) মঙ্গলকান্তি রায়।
২) ধনীরাম টোটো।
৩) প্রীতিকণা গোস্বামী।
৪) সুকমা আচার্য।
৫) প্রেমজিৎ বারিয়া।
৬) উষা বার্লে।
৭) মুনিশ্বর চান্দওয়ার।
৮) হেমন্ত চৌহান।
৯) ভানুভাই চিতারা।
১০) জোধইয়াবাই বৈগা।
১১) হেমপ্রভা ছুতিয়া।
১২) নরেন্দ্রচন্দ্র দেববর্মা (মরণোত্তর)।
১৩) সুভদ্রা দেবী।
১৪) খাদর বল্লি দুধেকুলা।
১৫) হেমচন্দ্র গোস্বামী।
১৬) রাধাচরণ গুপ্তা।
১৭) মোদাদুগু বিজয় গুপ্তা।
১৮) আহমেদ হুসেন এবং মহম্মদ হুসেন।
১৯) দিলশাদ হোসেন।
২০) ভিকু রামজি ইদাতে।
২১) সি আই আইজ্যাক।
২২) রতন সিং জাগ্গি।
২৩) বিক্রম বাহাদুর জামাটিয়া।
২৪) রামকুইওয়াঙ্গবে জেনে।
২৫) রাকেশ রাধেশ্যাম ঝুনঝুনওয়ালা (মরণোত্তর)।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)