বাংলা নিউজ > ঘরে বাইরে > INDIA Vs NDA: ঘমন্ডিয়া জোট বলেছিলেন মোদী, এনডিএকে ‘GA-NDA’ জোট বলল কংগ্রেস, খেলা জমে গেল!

INDIA Vs NDA: ঘমন্ডিয়া জোট বলেছিলেন মোদী, এনডিএকে ‘GA-NDA’ জোট বলল কংগ্রেস, খেলা জমে গেল!

জয়রাম রমেশ , কংগ্রেস নেতা (Rahul Singh)

একদিকে মোদী ঘমন্ডিয়া মন্তব্য। এবার পালটা তির ছুঁড়ল কংগ্রেস। 

ইন্ডিয়া জোটকে কটাক্ষ করতে গিয়ে ইন্ডিয়া শব্দ মুখে আনেননি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন ঘমন্ডিয়া শব্দ। তবে এবার তার পালটা দিল কংগ্রেস।

কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, 'প্রধানমন্ত্রী আবার তাঁর নিজের পথে ফিরে গিয়েছেন। তিনি এটাই ভালো পারেন। সেটা হল অপমান করা। তিনি তথাকথিত ঘমন্ডিয়া পার্টি বলে উল্লেখ করে ইন্ডিয়া জোটকে অপমান করেছেন।

দেখুন কে এসব কথা বলছেন! যে মানুষটি বিরোধীদের অপমান করার জন্য সরকারি অনুষ্ঠানকে ব্যবহার করেন। তাঁর মতো মাথা ঝুঁকিয়ে ফেলে এটা খুব সহজেই বলা যায় তিনি গন্দা (‘GA-NDA’) জোটে নেতৃত্ব দেন। গৌতম আদানির এনডিএ।' তীব্র কটাক্ষ করলেন জয়রাম রমেশ। কার্যত ঢিলের বদলে…

কিছুদিন আগেই জন্ম নিয়েছে ইন্ডিয়া জোট। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী বিরোধী নেতৃত্ব একজোট হয়েছেন এই জোটে। এবার সেই জোটকে কটাক্ষ করতে কার্যত ময়দানে নামলেন খোদ মোদী।

 

আসলে সেই জোটের নাম হয়েছে 'ইন্ডিয়া'। এই জোটকে আক্রমণ শানাতে গিয়ে মোদী 'ইন্ডিয়ান মুজাহিদিন'-এর নাম উল্লেখ করেছেন বলে খবর। সেই সঙ্গে ইংরেজিতে দেশের নাম ইন্ডিয়ার জায়গায় ভারত হিসাবে উল্লেখ করেও নানা চর্চা শুরু হয়েছে। বলা হচ্ছে ইন্ডিয়া জোটকে আরও কোণঠাসা করার জন্য়ই এবার ভারত শব্দটি সামনে আনতে চাইছে গেরুয়া শিবির।

মোদী সনাতন ধর্ম ইস্যুতে বিরোধীদের আক্রমণ শানাতে গিয়ে বলেন, 'যে সনাতনের থেকে অনুপ্রাণিত হয়ে মহাত্মা গান্ধী নিজের জীবন কাটিয়েছেন, যে ভগবান রাম সারা জীবন মহাত্মা গান্ধীকে প্রেরণা দিয়েছেন, মহাত্মা গান্ধীর শেষ উচ্চারিত শব্দ ছিল 'হে রাম'... যে সনাতন তাঁকে অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করতে উদবুদ্ধ করেছিল, এই ইন্ডি জোটের মানুষজন... এই ঘমন্ডিয়া জোটের মানুষজন সেই সনাতন পরম্পরাকে শেষ করতে চায়।'

ইন্ডিয়া জোটের নাম না করেও তাদেরই কার্যত ঘমন্ডিয়া জোট বলে উল্লেখ করেছেন মোদী। তবে এবার তার পালটা দিলেন কংগ্রেস নেতৃত্ব। তিনি ( মোদী) গন্দা জোটে নেতৃত্ব দেন। গৌতম আদানির এনডিএ।এভাবেই পালটা কটাক্ষ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

 

 

বন্ধ করুন