বাংলা নিউজ > ঘরে বাইরে > Ghulam Nabi Azad New Party: ‘নাম হবে হিন্দুস্তানি...’, নয়া দল নিয়ে জম্মুতে বড় ঘোষণা গুলাম নবি আজাদের

Ghulam Nabi Azad New Party: ‘নাম হবে হিন্দুস্তানি...’, নয়া দল নিয়ে জম্মুতে বড় ঘোষণা গুলাম নবি আজাদের

গুলাম নবি আজাদ (PTI)

আজ আজাদ বলেন, ‘আমি এখনও আমার দলের নাম ঠিক করিনি। দলের নাম ও পতাকা ঠিক করবেন জম্মু ও কাশ্মীরের জনগণ। আমি আমার দলের একটা হিন্দুস্তানি নাম দেব যা সবাই বুঝতে পারবেন।’

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস ত্যাগী নেতা গুলাম নবি আজাদ নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আজ বড় ঘোষণা করলেন। কংগ্রেস ছাড়ার পর আজ প্রথম কোনও জনসভা করলেন আজাদ। সেখান থেকেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে তাঁর নতুন দলের নাম নির্ধারণ করবেন জম্মু ও কাশ্মীরের মানুষজন। এদিন জম্মুর সৈনিক কলোনিতে জনসভায় বক্তব্য রাখেন আজাদ।

আজ আজাদ বলেন, ‘আমি এখনও আমার দলের নাম ঠিক করিনি। দলের নাম ও পতাকা ঠিক করবেন জম্মু ও কাশ্মীরের জনগণ। আমি আমার দলের একটা হিন্দুস্তানি নাম দেব যা সবাই বুঝতে পারবেন।’ আজাদ আরও বলেন, ‘আমি সবসময় জম্মু ও কাশ্মীরের জনগণের সঙ্গে আছি। এই মুহূর্তে আমি মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী নই। আমি একজন মানুষ মাত্র। গত এক সপ্তাহে বহু মানুষ কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন এবং আমাকে সমর্থন জানিয়েছেন।’

প্রাক্তন মন্ত্রী তাজ মহিউদ্দিন, আবদুল মজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা, জিএম সারোরি, আরএস চিন, যুগল কিশোর, পিরজাদা মহম্মদ সাঈদ এবং প্রাক্তন বিধায়ক বলওয়ান সিংয়ের মতো তাবড় কাশ্মীরি রাজনৈতিক ব্যক্তিত্ব আজ আজাদকে জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরেন। রিয়াসির প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী যুগল কিশোর বলেন যে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য প্রয়োজনীয়। তাঁকে ‘অপরিহার্য’ আখ্যা দেন যুগল। তিনি বলেন, ‘আজাদ একজন বর্ষীয়ান নেতা। তাঁর কথা কংগ্রেস হাইকমান্ড শোনেনি। আপনি ইন্দিরা গান্ধী, সঞ্জয়, রাজীব, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে দাঁড়িয়েছিলেন সব সময়।’ উল্লেখ্য, আজাদ কংগ্রেস ছাড়ার পর থেকেই জম্মু ও কাশ্মীরে ৬৪ জন নেতা দল ছেড়েছেন।

বন্ধ করুন