বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রায় ২ মাসে সবথেকে সস্তা হয়ে গেল সোনা, পড়ল রুপোও, বিয়ের মরশুমে কত থাকল দাম?

প্রায় ২ মাসে সবথেকে সস্তা হয়ে গেল সোনা, পড়ল রুপোও, বিয়ের মরশুমে কত থাকল দাম?

প্রায় দু'মাসে ভারতীয় বাজারে সবথেকে সস্তা হয়ে গেল সোনা। হলুদ ধাতুর দাম কমেছে কলকাতার বাজারেও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

প্রায় দু'মাসে ভারতীয় বাজারে সবথেকে সস্তা হয়ে গেল সোনা। বিয়ের মরশুমের মধ্যে এবং অক্ষয় তৃতীয়ার দিনকয়েক আগে হলুদ ধাতুর দাম কমেছে কলকাতার বাজারেও। সেইসঙ্গে পতনের সাক্ষী থেকেছে রুপোও।

বিশ্ব বাজারের দুর্বলতার প্রভাব পড়ল ভারতে। তার জেরে প্রায় দু'মাসে ভারতীয় বাজারে সবথেকে সস্তা হয়ে গেল সোনা। হলুদ ধাতুর দাম কমেছে কলকাতার বাজারেও। সেইসঙ্গে পতনের সাক্ষী থেকেছে রুপোও।

বুধবার ভারতীয় বাজারে সোনা এবং রুপোর দাম

বাজার বন্ধের সময় সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ১০ গ্রাম সোনার দাম ০.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১,১৮৬ টাকা। একটা সময় তো হলুদ ধাতুর দর ৫১,০৮৬ টাকায় নেমে গিয়েছিল। তবে তারপর কিছুটা ঘুরে দাঁড়ায় সোনা। অন্যদিকে, এক কিলোগ্রাম রুপোর দাম ০.২ শতাংশ কমেছে দাঁড়িয়েছে ৬৪,৮২১ টাকা।

বুধবার বাজার বন্ধের সময় কলকাতার সোনা এবং রুপোর দাম কত থাকল (জিএসটি ছাড়া)?

• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫২,৩৫০ টাকা (৫২,৫০০ টাকা)।

• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৯,৬৫০ টাকা (৪৯,৮০০ টাকা)।

• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৫০,৪০০ টাকা  (৫০,৫৫০ টাকা)।

• এক কিলোগ্রাম রুপোর বাট - ৬৫,৭৫০ টাকা (৬৫,৭৫০ টাকা)।

• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৬৫,৮৫০ টাকা (৬৫,৮৫০ টাকা)।

ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে

বিশ্ব বাজারে সোনা এবং রুপোর দাম

বুধবার বিশ্ব বাজারে সোনার দাম অনেকটা কমেছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৮৮৯.৮৪ ডলার। যা গত ২৪ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। অন্যদিকে, এক আউন্স রুপোর দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩.৪২ ডলার।

বন্ধ করুন
Live Score