অনিরুদ্ধ ধর
অমৃতসরের স্বর্ণ মন্দিরে এক মহিলাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। কারণ হিসাবে তিনি দাবি করেছেন তাঁর গালে ত্রিবর্ণ পতাকা আঁকা ছিল। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ডিংও করা হয়েছে। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গালে জাতীয় পতাকা আঁকা থাকলে কেন গোল্ডেন টেম্পলে ঢুকতে দেওয়া হবে না তা নিয়েও প্রশ্ন উঠছে।
এদিকে সেই ভিডিয়োতে দেখা গিয়েছে গালে জাতীয় পতাকা আঁকা থাকায় তাদের স্বর্ণ মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে বাধাদানকারীর সঙ্গে রীতিমতো তর্কিতর্কি শুরু হয়ে যায় তাঁদের।
সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই মহিলা জিজ্ঞাসা করছেন কেন তাঁকে এভাবে ভেতরে প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে তাঁর গালে জাতীয় পতাকা আঁকা রয়েছে। সেকারণে তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।
এদিকে মহিলা এরপর বলেন, আমার গালে জাতীয় পতাকা আঁকা আছে। কেন ঢুকতে দেবেন না? সেই প্রশ্নের উত্তর ওই ব্যক্তি বলেন, এটা পঞ্জাব। এটা ভারতবর্ষ নয়।
এদিকে এই ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে এই ঘটনার নিন্দা করেন। এরপরই শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে এনিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
সেখানে তাঁরা উল্লেখ করেছেন, এটা শিখদের একটি পবিত্র স্থান। প্রতিটি ধর্মীয় স্থানের তাঁদের নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে। আমরা সকলকেই আহ্বান জানাই। যদি কেউ এনিয়ে খারাপ ব্যবহার করে থাকেন তবে সেটা তিনি ভুল করেছেন। তাঁর গালে যে পতাকা ছিল সেটা ঠিক ভারতের জাতীয় পতাকার মতো নয়। কারণ তাতে অশোক চক্র ছিল না। এটা কোনও রাজনৈতিক দলের পতাকাও হতে পারে। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক।
এদিকে এই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলতে শুরু করেছেন পঞ্জাব যদি ভারতের বাইরে হয় তবে পাঁচিল তুলে দিতেই পারে। এমনই নানা কটাক্ষ শুরু করেছেন নেটিজেনরা।