বাংলা নিউজ > ঘরে বাইরে > Golden Temple: 'এটা ভারত নয়', গালে জাতীয় পতাকা আঁকা,পঞ্জাবের স্বর্ণমন্দিরে মহিলার প্রবেশে বাধা

Golden Temple: 'এটা ভারত নয়', গালে জাতীয় পতাকা আঁকা,পঞ্জাবের স্বর্ণমন্দিরে মহিলার প্রবেশে বাধা

এভাবেই গালে ত্রিবর্ণ পতাকা আঁকা ছিল। সৌজন্যে টুইটার 

এই ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে এই ঘটনার নিন্দা করেন। এরপরই শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে এনিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

অনিরুদ্ধ ধর

অমৃতসরের স্বর্ণ মন্দিরে এক মহিলাকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। কারণ হিসাবে তিনি দাবি করেছেন তাঁর গালে ত্রিবর্ণ পতাকা আঁকা ছিল। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ডিংও করা হয়েছে। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু গালে জাতীয় পতাকা আঁকা থাকলে কেন গোল্ডেন টেম্পলে ঢুকতে দেওয়া হবে না তা নিয়েও প্রশ্ন উঠছে।

এদিকে সেই ভিডিয়োতে দেখা গিয়েছে গালে জাতীয় পতাকা আঁকা থাকায় তাদের স্বর্ণ মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে বাধাদানকারীর সঙ্গে রীতিমতো তর্কিতর্কি শুরু হয়ে যায় তাঁদের।

সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই মহিলা জিজ্ঞাসা করছেন কেন তাঁকে এভাবে ভেতরে প্রবেশের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে? সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে তাঁর গালে জাতীয় পতাকা আঁকা রয়েছে। সেকারণে তাঁকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।

এদিকে মহিলা এরপর বলেন, আমার গালে জাতীয় পতাকা আঁকা আছে। কেন ঢুকতে দেবেন না? সেই প্রশ্নের উত্তর ওই ব্যক্তি বলেন, এটা পঞ্জাব। এটা ভারতবর্ষ নয়।

এদিকে এই ভিডিয়োকে ঘিরে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে এই ঘটনার নিন্দা করেন। এরপরই শিরোমণি গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে এনিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।

সেখানে তাঁরা উল্লেখ করেছেন, এটা শিখদের একটি পবিত্র স্থান। প্রতিটি ধর্মীয় স্থানের তাঁদের নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে। আমরা সকলকেই আহ্বান জানাই। যদি কেউ এনিয়ে খারাপ ব্যবহার করে থাকেন তবে সেটা তিনি ভুল করেছেন। তাঁর গালে যে পতাকা ছিল সেটা ঠিক ভারতের জাতীয় পতাকার মতো নয়। কারণ তাতে অশোক চক্র ছিল না। এটা কোনও রাজনৈতিক দলের পতাকাও হতে পারে। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন কমিটির সাধারণ সম্পাদক।

এদিকে এই ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলতে শুরু করেছেন পঞ্জাব যদি ভারতের বাইরে হয় তবে পাঁচিল তুলে দিতেই পারে। এমনই নানা কটাক্ষ শুরু করেছেন নেটিজেনরা।

 

পরবর্তী খবর

Latest News

ঘটনার দিন সন্দীপ-অভিজিৎ ফোনে কথা? কোর্টে বিস্ফোরক ইঙ্গিত CBIর যৌনাঙ্গের ছবি পাঠিয়ে হেনস্থা, টলিপাড়ার এক প্রযোজকের বিরুদ্ধে এবার সরব অভিনেত্রী আরজি কাণ্ডের মধ্যেই আবার চিকিৎসক নিগ্রহ! স্বাস্থ্যকেন্দ্রেই মারধর খুন হওয়া দলীয় কর্মীকে শহিদের মর্যাদা দিলেন মানিক ভট্টাচার্য, নতুন মেজাজে বিধায়ক Ireland Women বনাম England Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? মমতার দুয়ারে ফুঁপিয়ে কান্না! চিনুন জুনিয়র ডাক্তার অমৃতাকে,লড়াইকে কুর্নিশ বিরসার আজারবাইজানে ফর্মুলা ২-র রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা! তছনছ হয়ে গেল ভারতীয় রেসারের গাড়ি… বন্যা প্রবণ অঞ্চলে দেখা দিচ্ছে খরা! এল নিনোর প্রভাবে বিপর্যস্ত ভারত England বনাম Australia ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? সন্দীপ-অভিজিতের ৩ দিনের CBI হেফাজতের নির্দেশ, তদন্তকারী সংস্থার কোন ইঙ্গিত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.