আহমেদাবাদের জগন্নাথ মন্দির। সেখানেই একটি বড় গরুর সামনে দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রীতি মেনে সেই গরুকে আরাধনা করেন তিনি। মকর সংক্রান্তি উপলক্ষ্যে শুক্রবার এভাবেই গো মাতার পুজো করলেন অমিত শাহ। টুইটারে সেই ছবি শেয়ার করেছেন তিনি। পুজো পাঠেও অংশ নেন তিনি। দুদিনের গুজরাত সফরে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন গরুর সামনে আরতিও করেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানিয়েছেন, সনাতন ধর্মে গো পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছরের মতো এবারও জগন্নাথ মন্দিরে উত্তরায়ন উপলক্ষ্যে গো পুজোর সুযোগ পেয়েছিলাম। সাধুদের কাছ থেকে আশীর্বাদও পেয়েছি। জানিয়েছেন গান্ধীনগরের সাংসদ অমিত শাহ।
অমিত শাহ গোপুজোর ছবি তুলে ধরেছেন তাঁর টুইটার হ্যান্ডেলে। এদিকে সূত্রের খবর, প্রতি বছরই উত্তরায়ণে অমিত শাহ তাঁর পরিবারের সদস্য ও পার্টি নেতৃত্বের সঙ্গে ঘুড়ি ওড়ান। তবে এবার এক নিকট আত্মীয়ের মৃত্যুর কারণে তিনি ঘুড়ি ওড়ানোর কর্মসূচি বাতিল করে দেন। তবে এবার তিনি মকর সংক্রান্তিতে গোমাতার পুজো ও আরতি অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি শনিবার তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের বাসভবন থেকে জৈব চাষের বিশেষ স্কিমের সূচণা করবেন।