মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল স্তরে স্পেলিং বি বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেয়। এতে প্রতিযোগীদের বিভিন্ন কঠিন শব্দের বানান, উচ্চারণ ও অর্থ বলতে হয়।
স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি জিতল ভারতীয় বংশোদ্ভূত হরিণী লোগান। টেক্সাসের সান আন্তোনিওর বাসিন্দা সে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বসেরা হওয়ার পর ট্রফি এবং ৫০ হাজার মার্কিন ডলারের চেক তুলে দেওয়া হয় তার হাতে।
হরিণী ডেনভারের বিক্রম রাজুকে টাই-ব্রেকার রাউন্ডে পরাজিত করে। অন্তিম ফরম্যাটে দেখা হয়েছিল তারা ৯০ সেকেন্ডের মধ্যে কতগুলি শব্দের সঠিকভাবে বানান বলতে পারে। তাতে বিক্রম ১৯টি শব্দের মধ্যে ১৫টি সঠিকভাবে বানান করে। হরিণী ২৬টির মধ্যে ২১টি বানান ঠিক বলে।
হরিণীর জন্য জয়ের পথটা অবশ্য মসৃণ ছিল না। প্রতিযোগিতার শুরুর দিকে বিচারকদের ভুলে বাদ পড়েছিল সে। পরে ফের ফিরে আসে সে। অষ্টম শ্রেণির পড়ুয়া হরিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তার রোল মডেল।
— Scripps National Spelling Bee (@ScrippsBee) June 3, 2022
মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল স্তরে স্পেলিং বি বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান। বিভিন্ন স্কুলের পড়ুয়ারা এতে অংশ নেয়। এতে প্রতিযোগীদের বিভিন্ন কঠিন শব্দের বানান, উচ্চারণ ও অর্থ বলতে হয়।