HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > নামীদের 'সঙ্গে ছবি তুলে ব্যবহার' হেলেনা জাহাঙ্গীরের, অস্বস্তিতে শাসক দল

নামীদের 'সঙ্গে ছবি তুলে ব্যবহার' হেলেনা জাহাঙ্গীরের, অস্বস্তিতে শাসক দল

ভূরি-ভূরি অভিযোগ উঠেছে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে। 

হেলেনা জাহাঙ্গীর (ছবি সৌজন্য বি়ডিনিউজ ২৪.কম/ডয়চে ভেলে)

অবশেষে বহুল আলোচিত-সমালোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটক করা হয়েছে৷ কথিত ‘চাকরিজীবী লিগ’ গঠনে সম্পৃক্ততার খবরে তোলপাড়ের পরই আটক হলেন তিনি৷

সিআইপি এবং এফবিসিসিআই -এর পরিচালক, তৈরি পোশাক ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লিগের কিছু নেতার সঙ্গে অনেক দিন ধরেই ঘনিষ্ঠ৷ গ্রেফতার হওয়ার আগে নিজেও বলেছেন, চাকরিজীবী লিগ নিয়ে তিনি তাঁর পরিচিত নেতাদের সঙ্গে কথা বলেছেন৷ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিষয়টি খবরেও এসেছে৷

হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে৷ তার আগে রাত ৯টা থেকে গুলশান ২-এর বহুতল ভবনটিতে তল্লাশি চালায় র‌্যাব৷ ওই ভবনের পাঁচ তলায় তিনি সপরিবারে থাকেন৷ তাঁর বাড়ি থেকে হরিণের চামড়া, বিদেশি মদ, ক্যাসিনো সামগ্রী, বিদেশি মুদ্রা এবং বেশ কিছু ছুরি ও চাকু উদ্ধার করেছে র‌্যাব৷ র‌্যাব জানায়, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদক, অর্থ পাচার আইনে মামলা করা হয়েছে৷ তার বিরুদ্ধে সাইবার অপরাধেরও প্রমাণ মিলেছে৷ বিভিন্ন সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের কুৎসা ছড়িয়েছেন৷

কিন্তু পুলিশের প্রাক্তন এআইজি সৈয়দ বজলুল করিম বলেন, ‘এই সব বিষয় নিয়ে মামলা খুব যুক্তিযুক্ত নয়৷ এই ধরনের মামলা আদালতে প্রমাণ করাও কঠিন৷ তাই সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা প্রয়োজন৷’ তিনি বলেন, ‘এঁরা অনেক অর্থ খরচ করে নেতাদের ঘনিষ্ট হয়ে দলের ভিতর ঢোকে৷ সেটাও তদন্ত করা প্রয়োজন যে কারা তাঁদের আশ্রয় দেন৷ আর এই ধরনের হেলেনা জাহাঙ্গীর একজন নয়৷ আরও অনেক হেলেনা জাহাঙ্গীর আছে৷ তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া প্রয়োজন৷' তাঁর মতে, 'এই ধরনের ব্যক্তি ও সংগঠনের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীর সারা বছর নজরদারি প্রয়োজন৷ সেটা করা হলে এরা গজাতে পারবে না, আবার গজিয়ে উঠলেও দ্রুতই আইনের আওতায় আনা যাবে৷ তবে প্রতারণার মামলার ধারাটিও দুর্বল৷ তাই এ নিয়ে নতুন করে চিন্তা করা উচিত৷’

এদিকে হেলেনা জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাঁদের মদের লাইসেন্স আছে, হরিণের চামড়াটি উপহার হিসেবে পেয়েছেন, ক্যাসিনো সামগ্রী নিজেরা খেলার জন্য রেখেছেন আর বিদেশি মুদ্রা নানা সময় বিদেশ ভ্রমণের পর থেকে যাওয়া৷

হেলেনা জাহাঙ্গীরের অননুমোদিত আইপি টিভি ‘জয়যাত্রা টেলিভিশনের’ মীরপুরের অফিসেও র‌্যাব অভিযান চালিয়েছে৷ এখান থেকে ‘জয়যাত্রা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনও পরিচালনা করা হয়৷ দুই বছর আগে তথ্য অধিদফতর থেকে পাওয়া সাংবাদিক হিসেবে হেলেনা জাহাঙ্গীরের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়েও বিতর্ক উঠেছিল৷ প্রশ্ন উঠেছিল তিনি কীভাবে এই কার্ড পান৷ র‌্যাব জানায়, মিরপুরে পুরো একটি টেলিভিশনের সেটআপ রয়েছে তার৷ তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে অর্থ আদায়েরও অভিযোগ আছে৷ তা-ও তদন্ত করে দেখা হচ্ছে৷

আওয়ামী লিগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্যও হয়েছিলেন হেলেনা জাহাঙ্গীর৷ চাকরিজীবী লিগ নিয়ে বিতর্ক শুরুর পর তাঁকে সেই দায়িত্ব থেকে সরানো হয়৷ গত বছর ভুয়ো করোনা টেস্টের ঘটনায় গ্রেফতার মো. সাহেদ ওরফে রিজেন্ট সাহেদও আওয়ামী লিগের আন্তর্জাতিক বিষয়ক উপ- কমিটির সদস্য ছিলেন৷ তাঁকেও তখন বহিষ্কার করা হয়৷

আওয়ামী লিগের স্বীকৃত সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন ১০টি৷ এই সংগঠনগুলো গঠনতান্ত্রিকভাবে অনুমোদিত৷ এর বাইরে আওয়ামী লিগের সহযোগী বা ভ্রাতৃপ্রতিম কোনও সংগঠন নেই৷ নির্বাচন কমিশনেও এই ১০টি সংগঠনের তালিকা আছে৷ বার বার বিবৃতি দিয়েও বলা হয়েছে, আওয়ামী লিগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া৷ তিনি বলেন, ‘যাঁরা আওয়ামী লিগের নাম ভাঙিয়ে এসব করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর৷ কারণ, নাগরিকদের সংগঠন করার অধিকার আছে৷ কিন্তু কেউ যদি আওয়ামী লিগ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে এ ধরনের কিছু করে তাহলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ৷ আমাদের নজরে এলেও আমরা তাদের জানাই৷’

এদিকে র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং-এর প্রধান কমান্ডার খন্দকার আল মঈন শুক্রবার বিকেল ৪টার পর এক সংবাদ সম্মেলনে বলেন, ‘হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা ফাউন্ডেশনের নামে দেশ ও বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে ব্যক্তিতগত কাজে ব্যবহার করতেেন৷ ফেসবুকে সমালোচিত সেফুদার সঙ্গে তাঁর যোগাযোগ আছে৷ সেফুদা তাঁকে নাতি বলে ডাকেন৷ তিনি বিভিন্ন সম্মানিত ব্যক্তির সঙ্গে কৌশলে ছবি তুলে তা নিজ স্বার্থে ব্যবহার করেছে, যা ওইসব ব্যাক্তির সম্মানহানি ঘটিয়েছেন৷ তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধেরও প্রমাণ মিলছে৷’ তিনি আরও বলেন, ‘তার সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদেরও আইনের আওতায় আনা হবে৷ এছাড়া আরও যাঁরা এই ধরনের তৎপরতায় জড়িত, তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷’

অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিটিআরসি এই অভিযানে সহায়তা করেছে৷ তল্লাশি করে যা পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই মামলা হয়েছে৷ তদন্তে আরও যা পাওয়া যাবে তা-ও আইনের আওতায় আসবে৷’

ঘরে বাইরে খবর

Latest News

রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট ভাইপোকে ‘রাজনৈতিক উত্তরসূরী’র পদ থেকে সরালেন মায়াবতী, বাংলার ঠিক উলটো! সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় এসে সাফল্য দেবের চেয়ে উচ্চশিক্ষিত,রয়ছে PhD ডিগ্রি! BJP-র হিরণের মাথায় কোটি টাকার দেনা আজই ৫ লাখ কোটি টাকা গায়েব! ভোটের মধ্যে কেন লোকসভা ভোটে ধস নামল? এখনই ঠিক হবে? ডুবে যাওয়া টাইটানিকের ধনী যাত্রীর সোনার পকেট ঘড়ি নিলামে, কত দাম উঠল BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে বেতনে পাবেন দু'টি প্রাইভেট জেট কেনার টাকা! উইপ্রোর নতুন সিইওর বেতন আকাশছোঁয়া আপনি কি খুব তাড়াতাড়ি খান? এটি কীভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে, জানুন

Latest IPL News

সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক সানরাইজার্স হায়দরাবাদ সোশ্যাল মিডিয়াতে ব্লক করা প্রসঙ্গে মুখ খুললেন ওয়ার্নার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ