বাংলা নিউজ > ঘরে বাইরে > 'চিনা বাজিতে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে ভারতে পাঠানো হচ্ছে,' কতটা সত্যি এই মেসেজ?

'চিনা বাজিতে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে ভারতে পাঠানো হচ্ছে,' কতটা সত্যি এই মেসেজ?

ফাইল ছবি : রয়টার্স  (REUTERS/Altaf Hussain)

কোনও কোনও মেসেজে আবার চিনের পরিবর্তে পাকিস্তানের নাম নেওয়া হচ্ছে।

সামনেই উত্সবের মরসুম। এই সময়ে বাজারে বিভিন্ন আধুনিক চিনা বাজি বিক্রি হয়। কিন্তু এই বাজি কিনলেই বিপদ। এমনই দাবি করা এক মেসেজ ঘুরছে ফেসবুক-হোয়াটসঅ্যাপে।

মেসেজে বলা হচ্ছে, এই চিনা বাজিগুলিতে বিষাক্ত রাসায়নিক মিশিয়ে তা ভারতে পাঠানো হচ্ছে। কোনও কোনও মেসেজে আবার চিনের পরিবর্তে পাকিস্তানের নাম নেওয়া হচ্ছে।

বলা হচ্ছে 'ভারতের সঙ্গে প্রতিযোগিতায় পেরে না ওঠায় চিন/পাকিস্তান এমনটা করেছে।' তাই পুজোর মরসুমে চিনা বাজি সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে বলা হচ্ছে।

শুধু তাই নয়। বলা হচ্ছে যে এই মেসেজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের গোয়েন্দা সূত্রে খবর। পুরোটাই ডাহা মনগড়া।

এ বিষয়ে টুইট করেছে পিআইবি ফ্যাক্ট চেকও। দেখুন সেই টুইট:

কীভাবে ভেরিফাই করবেন কোনও পোস্ট/মেসেজ সত্যি কিনা?

  • সাধারণত ভাইরাল ফেক পোস্টের কমেন্টেই অনেকেই এ বিষয়ে সতর্ক করে দেন। তাই কমেন্ট সেকশনে আগে এ ধরনের কমেন্ট আছে কিনা খুঁজুন।
  • সেখানে না পেলে যে বিষয়ে পোস্টটি, সে বিষয়ে Google-এ লিখে সার্চ করে দেখুন।
  • যাচাই করে তবেই শেয়ার করুন। অন্য কেউ ভুয়ো খবর শেয়ার করলে সঙ্গে সঙ্গে কমেন্টে সতর্ক করুন।

বন্ধ করুন