সুন্দর ও উজ্জ্বল ত্বক সকলেরই পছন্দের। শীতকালে সূক্ষ্ম ত্বক থেকে মুক্তি পেতেও সকলেই তৎপর থাকেন। ত্বককে আরও ঝলমলে ও জীবন্ত করে তুলতে সিরামের ব্যবহার অনেকেই করে থাকেন। বাজারে নানান কোম্পানির সিরাম পাওয়া যায়। তবে বাড়িতেও চটজলদি বানিয়ে ফেলতে পারেন সিরাম। জেনে নিন উপকরণ ও প্রণালি।
ফেস সিরাম তৈরির উপাদান: ২ চামচ অ্যালোভেরা জেল, ২ চামচ গোলাপ জল ও ২টি ভিটামিন-ই ক্যাপসুল।
সিরাম তৈরির পদ্ধতি- একটি পাত্রে অ্যালোভেরা জেল, গোলাপ জল ও ভিটামিন-ই ক্যাপসুল ভালো ভাবে মিশিয়ে নিন। কোনও বোতল বা কন্টেনারে এই ফেস সিরাম রাখতে পারেন।
বর্তমানে অনেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ থেকে। সে ক্ষেত্রে, বাড়ির অ্যালোভেরা চারা থেকেই জেল বার করে নিন।
ব্যবহারের পদ্ধতি: দিনে দু'বার এই জেল লাগাতে পারেন। তবে ভালো ভাবে মুখ ধোওয়ার পরেই ত্বকে সিরাম লাগাবেন।
অ্যালোভেরা, গোলাপ জল ও ভিটামিন ই-এর মিশ্রণ ত্বককে আরও উজ্জ্বল করে তুলবে। কালো বা লাল ছোপ কমাতেও সিরামটি উপযোগী। গোলাপ জল ব্রণর মতো ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে।