বর্তমানে দেশের সবথেকে বড় মোদী বিরোধী মুখ মমতা। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসানোর নেপথ্যে বড় অবদান ছিল ভোটকুশলী প্রশান্ত কিশোরের। এহেন প্রশান্ত কিশোরকে তোপ দাগলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এদিন হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের মঞ্চে বাঘেল প্রশান্ত কিশোরকে ‘নীতিহীন ব্যবসায়ী’ আখ্যা দেন।
এদিন বাঘেল বলেন, ‘আমি মনে করি না তাঁর (প্রশান্ত কিশোর) কোনও মতাদর্শ আছে। তিনি একজন ব্যবসায়ী। তিনি বিজেপি, তৃণমূল কংগ্রেস এমনকি কংগ্রেসের হয়েও কাজ করেছেন।’ এদিকে এদিন শুধু প্রশান্ত কিশোরকে নয়, খোদ মমতাকেও আক্রমণ শানান ভূপেশ বাঘেল।
এদিন ভূপেশ বাঘেল বলেন, ‘ইউপিএ ১০ বছর ধরে কেন্দ্রে সরকার পরিচালনা করেছে। সোনিয়া গান্ধী ছিলেন ইউপিএ-র চেয়ারপার্সন, মনমোহন সিং এতদিন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, আর এখন আপনি বলছেন ‘ইউপিএ কী?’ রাজনৈতিক বিশেষজ্ঞরা এই মন্তব্যকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।’ভূপেশ বাঘেল বলেন, ‘যখন মমতা বন্দ্যোপাধ্যায় (এনসিপি প্রধান) শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন, তিনি বলেছিলেন 'ইউপিএ বলে কিছু নেই'। তিনি প্রধানমন্ত্রীর সাথেও দেখা করেছেন কিন্তু কী আলোচনা হয়েছে তা কাউকে বলেননি। তাঁর উচিত দেশকে জানানো।’
বাঘেল আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ নির্বাচনের সময়, আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ভিন্ন মনোভাব পোষণ করছিলেন এবং এখন তাঁকে দেখুন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এক সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু সেই বৈঠকের বিষয়ে একটি কথাও বলেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর থেকেই কংগ্রেসের ওপর আক্রমণ শুরু হয়।’