বাংলা নিউজ > ঘরে বাইরে > Rajnath Singh: ‘সশস্ত্র বাহিনীর হাতেই দেশ সুরক্ষিত’, দশেরায় অস্ত্র পুজো করে বার্তা রাজনাথের

Rajnath Singh: ‘সশস্ত্র বাহিনীর হাতেই দেশ সুরক্ষিত’, দশেরায় অস্ত্র পুজো করে বার্তা রাজনাথের

অস্ত্র পুজো করছেন রাজনাথ সিং। ছবি এএনআই।

এদিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘ভারতই একমাত্র দেশ যেখানে অস্ত্র পুজো করা হয়। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের দেশ আমাদের সশস্ত্র বাহিনীর হাতে নিরাপদ। আমাদের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা আমাদের দেশের গর্ব।’ অস্ত্র পুজোয় রাজনাথ সিং মন্ত্র পাঠও করেন।

‘ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতেই দেশ সুরক্ষিত।’ প্রতিবছরের মতো এ বছরও বুধবার দশেরার দিন সকালে ঐতিহ্যবাহী শাস্ত্র পুজো করে একথা বলেন রাজনাথ সিং। আজ উত্তরাখণ্ডের চামোলির আউলি মিলিটারি স্টেশনে সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের উপস্থিতিতে অস্ত্র পুজো করা হয়। সেখানেই তিনি ভারতীয় সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনীর জওয়ানদের প্রংশসা করেন।

ইতিহাস গড়ল ‘প্রচণ্ড’, বায়ুসেনায় অন্তর্ভুক্ত ভারতে তৈরি প্রথম কমব্যাট হেলিকপ্টার

এদিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘ভারতই একমাত্র দেশ যেখানে অস্ত্র পুজো করা হয়। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের দেশ আমাদের সশস্ত্র বাহিনীর হাতে নিরাপদ। আমাদের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনীর জওয়ানরা আমাদের দেশের গর্ব।’ অস্ত্র পুজোয় রাজনাথ সিং মন্ত্র পাঠও করেন। এছাড়া, সেনারা দেশাত্মবোধক গান করেন। উল্লেখ্য, প্রতিরক্ষা খাতে সরকারের আত্মনির্ভর ভারত অভিযানের সম্প্রসারণে কয়েকদিন আগেই রাজস্থানের যোধপুরে বায়ুসেনার ভারতে তৈরি হালকা যুদ্ধের হেলিকপ্টারগুলি হস্তান্তর করা হয়। সেই অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, ‘এটি বিমান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বাধীনতার পর থেকে বায়ুসেনা বিদেশী আক্রমণকারী হেলিকপ্টারগুলির উপর নির্ভরশীল ছিল। ১৯৯৯ কারগিল যুদ্ধের সময় এই নির্ভরতা কমানো প্রয়োজন হয়ে পড়েছিল। এটি এখন পরিবর্তন হতে চলেছে।

অন্যদিকে, বুধবার দশেরার উপলক্ষে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লেখেন, ‘সকল দেশবাসীকে বিজয়ের প্রতীক বিজয়াদশমীর অনেক অনেক অভিনন্দন। আমি কামনা করি যে এই শুভ উপলক্ষটি প্রত্যেকের জীবনে সাহস, সংযম এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে।’

বন্ধ করুন