বাংলা নিউজ > ঘরে বাইরে > CDS রাওয়াতের কপ্টার ক্র্যাশ নিয়ে জল্পনা, শেষকৃত্যের আগে বড় বার্তা বায়ুসেনার

CDS রাওয়াতের কপ্টার ক্র্যাশ নিয়ে জল্পনা, শেষকৃত্যের আগে বড় বার্তা বায়ুসেনার

CDS রাওয়াতের কপ্টার ক্র্যাশ নিয়ে জল্পনা বাড়ছে (ছবি সৌজন্যে রয়টার্স) (REUTERS)

তৃণমূল কংগ্রেস ও শিবসেনার মতো রাজনৈতিক দল এই কপ্টার ক্র্যাশের বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে।

CDS-কে বহনকারী সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই। প্রাথমিক ভাবে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে আবহাওয়া বা যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে হাইপ্রোফাইল শীর্ষ প্রতিরক্ষা কর্তার মৃত্যুতে অনেকেই অন্তর্ঘাত ও নাশকতার ছায়া দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস ও শিবসেনার মতো রাজনৈতিক দলও এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে। এই আবহে ঘটনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বার্তা দিল বায়ুসেনা।

বাযুসেনা একটি বার্তায় বলে, ‘বুধবারের হেলিকপ্টার বিধ্বংস হওয়ার ঘটনার প্রেক্ষিতে একটি ট্রাই সার্ভিস তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তদন্ত সম্পন্ন হতেই ঘটনার বিশদ প্রকাশ করা হবে। ততক্ষণ অনুগ্রহ করে মৃতদের প্রতি সম্মান জানিয়ে ঘটনা সম্পর্কে বিশদে না জেনে কোনও অযাচিত জল্পনা তৈরি করবেন না।’

উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার তরফে বুধবারই হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, এখনও অবধি মাত্র তিনজনের দেহই শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও ব্রিগেডিয়ার লিড্ডারকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে, বাকিদের দেহ এতটাই পুড়ে গিয়েছে যে খালি চোখে চেনা সম্ভব নয়। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দেহ নিশ্চিতভাবে শনাক্তকরণের পরই তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আপাতত দেহগুলি আর্মি বেস হাসপাতালের মর্গেই রাখা আছে।

প্রসঙ, বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ভি৫ হেলিকপ্টার। তাতে ছিলেন সিডিএস জেনারেল রাওয়াত ও তাঁর স্ত্রী-সহ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। হেলিকপ্টারটি সুলুর বায়ুঘাঁটি থেকে ওয়েলিংটনে যাচ্ছিল। পরে সন্ধ্যা নাগাদ বায়ুসেনার তরফে জানানো হয়, তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন সিডিএস জেনারেল রাওয়াত। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ আরও ১২ জনের। আজ দুপুর দুটোর সময় শুরু হবে জেনারেল রাওয়াতের শেষ যাত্রা। আজ বিকেল ৪টের সময় পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হবে জেনারেল রাওয়াতের ও তাঁর স্ত্রীর। 

বন্ধ করুন