বাংলা নিউজ > ঘরে বাইরে > India condemns attacks on Temple in Aus: ‘ঘৃণা ও বিভেদের বীজ বপন করার চেষ্টা’, অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলার নিন্দায় ভারত

India condemns attacks on Temple in Aus: ‘ঘৃণা ও বিভেদের বীজ বপন করার চেষ্টা’, অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলার নিন্দায় ভারত

অস্ট্রেলিয়ায় মন্দিরে হামলার নিন্দায় ভারত

গত ১২ দিনে এই নিয়ে পরপর তিনবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ। সর্বপ্রথম গত ১২ জানুয়ারি মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী স্লোগান লেখা হয়েছিল। এরপর ১৭ জানুয়ারি ক্যারাম ডাউনসে শ্রী শিব বিষ্ণু মন্দিরে পোঙ্গল উৎসবের মাঝে হামলার অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের হামলা হয় মেলবোর্নের ইসকন মন্দিরে।

অস্ট্রেলিয়ার মেলবর্নের মিলপার্কে অবস্থিত হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছিল বছরের শুরুর দিকে। এরপর সম্প্রতি অস্ট্রেলিয়ায় ফের মন্দিরে হামলা হয় মন্দিরে। মেলবোর্নের অ্যালবার্ট পার্কে ইসকন মন্দিরে দেওয়ালে খালিস্তানপন্থী স্লোগান লেখা হয়। একমাসে এই নিয়ে অস্ট্রেলিয়ায় পরপর তিনটি মন্দিরে তাণ্ডবের অভিযোগ। এভাবে মন্দিরের ওপর পরপর হামলা নিয়ে এবার মুখ খুলল অস্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন। ক্যানবেরায় অবস্থিত ভারতের হাইকমিশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ‘কয়েক সপ্তাহ আগেই মেলবোর্নে ৩টি হিন্দু মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটে। এই গভীর উদ্বেগজনক ঘটনার তীব্র নিন্দা করছে ভারতীয় হাইকমিশন। এগুলি শান্তিপূর্ণ বহুত্ববাদে বিশ্বাসী ভারতীয়-অস্ট্রেলিয়ান সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিভেদের বীজ বপন করার প্রয়াস।’ (আরও পড়ুন: ‘মুক্ত গণমাধ্যমকে সমর্থন করি’, BBC-র ডকুমেন্টারি ব্লক করা নিয়ে মুখ খুলল আমেরিকা)

এদিকে অস্ট্রেলিয়ায় খালিস্তানিদের গতিবিধি বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে এই নিয়ে বলা হয়, 'সংকেত মিলেছে যে খালিস্তানপন্থী সংগঠনগুলি অস্ট্রেলিয়ায় তাদের কার্যকলাপ বাড়াচ্ছে। শিখস ফর জাস্টিস এবং অস্ট্রেলিয়ার বাইরের অন্যান্য নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলির সদস্যরা এই উগ্রপন্থায় সক্রিয়ভাবে সহায়তা করছে। এটা বিগত বেশ কিছু সময় থেকেই স্পষ্ট হয়েছে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে বারবার অস্ট্রেলিয়ান সরকারকে অবগত করেছি। এদিকে কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার মেলবোর্ন এবং সিডনিতে শিখস ফর জাস্টিস তথাকথিত গণভোট সংগঠিত করেছিল। সেই সম্পর্কেও আনমরা আমাদের উদ্বেগ অস্ট্রেলিয়ান সরকারকে জানানো হয়েছে।'

আরও পড়ুন: 'বাবা যেন ওপর থেকে তাকিয়ে...', পদ্মশ্রী পেয়ে আবেগতাড়িত 'সুপার ৩০'-র আনন্দ স্যার

গত ১২ দিনে এই নিয়ে পরপর তিনবার অস্ট্রেলিয়ার মন্দিরে ভারত বিরোধী স্লোগান লেখার অভিযোগ। সর্বপ্রথম গত ১২ জানুয়ারি মেলবোর্নের স্বামীনারায়ণ মন্দিরের দেওয়ালে খালিস্তানপন্থী স্লোগান লেখা হয়েছিল। এরপর ১৭ জানুয়ারি ক্যারাম ডাউনসে শ্রী শিব বিষ্ণু মন্দিরে পোঙ্গল উৎসবের মাঝে হামলার অভিযোগ উঠেছিল। মন্দিরের দেওয়ালে ভারত বিরোধী স্লোগান লেখা হয়। পরে গত সপ্তাহেই ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও' ফ্যারেল জানান, মন্দিরে হামলার তদন্ত করা হচ্ছে। এরপর ফের একবার হামলা হয় মন্দিরে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন