মরণোত্তর পদ্মশ্রী সম্মানে 'টাইকুন' রাকেশ ঝুনঝুনওয়ালাকে ভূষিত করা হল। তাঁকে ভারতের 'ওয়ারেন বাফে'-ও বলা হত। গত বছর ১৪ অগস্ট প্রয়াত হয়েছিলেন। বয়স হয়েছিল মাত্র ৬২।
ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের পদ্ম প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। এবার মোট ৯১ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। সেইমতো ভারতের শেয়ার বাজারের ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালাকেও পদ্মশ্রী ভূষিত করা হচ্ছে। যিনি ৫,০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে পা রেখেছিলেন। তারপর ৪০,০০০ কোটি টাকার মালিক হয়ে উঠেছিলেন (ফোর্বসের হিসাব অনুযায়ী)।
রাকেশ ঝুনঝুনওয়ালার ইতিবৃত্ত
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়ে পড়াশোনা করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। বরাবরই শেয়ার বাজারের প্রতি তাঁর অসীম আগ্রহ ছিল। সেই আগ্রহই পেশায় বদলে গিয়েছিল। RARE এন্টারপ্রাইজ (রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী'র নামের প্রথম দুই অক্ষর অনুযায়ী) নামে একটি ব্যক্তিগত স্টক ফার্ম চালু করেছিলেন। শেয়ার বাজারে যে সংস্থায় রাকেশ ঝুনঝুনওয়ালার বিনিয়োগ ছিল, তাতে লাভের সম্ভাবনা বেশি বলে মনে করতেন অনেকেই। একাধিক শেয়ার মাল্টিব্যাগারেও পরিণত হয়েছে।
রাকেশ ঝুনঝুনওয়ালার উক্তি
১) রাকেশ ঝুনঝুনওয়ালা: যখন সুযোগ আসে, তখন প্রযুক্তি, বিপণন, ব্র্যান্ড, মূল্য সুরক্ষা, মূলধন ইত্যাদির মাধ্যমে আসে। আপনাকে সেগুলি চিহ্নিত করতে হবে।
২) রাকেশ ঝুনঝুনওয়ালা: (কোনও বিষয়ের প্রতি) গভীরভাবে আচ্ছন্ন না থাকলে সফল হওয়া যায় না।
৩) রাকেশ ঝুনঝুনওয়ালা: সবসময় স্রোতের বিপরীতে যান। যখন অন্যরা বিক্রি করছেন, তখন কিনতে হবে। যখন অন্যরা কিনছেন, তখন বিক্রি করে দিতে হবে।
৪) রাকেশ ঝুনঝুনওয়ালা: তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিলে সর্বদা বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়। কোনও শেয়ারে বিনিয়োগের আগে সময় নিন।
৫) রাকেশ ঝুনঝুনওয়ালা: বাজারের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। খোলা মস্তিষ্ক থাকতে হবে। কোন কোন শেয়ারে বিনিয়োগ করতে হবে, তা ভালোভাবে জানতে হবে। কখন ক্ষতির বোঝা সইতে হবে, তা জানতে হবে। দায়িত্ববান হন।
৬) রাকেশ ঝুনঝুনওয়ালা: শেয়ার বাজার সবসময় ঠিক হয়। বাজারকে কোনও সময় বেঁধে রাখবেন না।
৭) রাকেশ ঝুনঝুনওয়ালা: আবহাওয়া, মৃত্যু, বাজার এবং মহিলাদের বিষয়ে কেউ আগে থেকে বলতে পারেন না। (শেয়ার) বাজার হল মহিলাদের মতো - সবসময় কর্তৃত্ব থাকে, রহস্যময়, অনিশ্চিত এবং অস্থির (হয়)। আপনি কখনও সেভাবে কোনও মহিলাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। একইভাবে আপনি বাজারের উপরও কর্তৃত্ব ফলাতে পারবেন না।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)