প্রিয়াঙ্কা দেববর্মন
ত্রিপুরার মসনদে ফের বসতে চলেছে গেরুয়া শিবির। আর শপথগ্রহণ অনুষ্ঠানের আগে তিপ্রা মোথা জানিয়ে দিল আমাদের রাজ্যের আদিবাসীদের উন্নতির জন্য সরকার যতদিন না সাংবিধানিক সমাধান করছে না ততদিন পর্যন্ত সেই সরকারের অংশ হব না আমরা।
সব মিলিয়ে ৬০ আসনের বিধানসভায় ১৩টি আসন পেয়েছে তিপ্রা মোথা। তাদের মূল দাবি গ্রেটার তিপ্রাল্যান্ড। সেই দাবিকে সামনে রেখেই তারা ভোটযুদ্ধে নেমেছিলেন। এদিকে ভোটের আগে একদিকে বিজেপি ও অন্যদিকে বাম কংগ্রেস উভয়ই তিপ্রা মোথাকে তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে আবেদন করেছিল। কিন্তু তিপ্রা মোথা জানিয়ে দিয়েছিল তারা কারোর সঙ্গে যোগ দিতে চায় না। কারণ তারা সাংবিধানিক সমাধান চায়। একেবারে লিখিত প্রতিশ্রুতি চেয়েছিলেন তারা। কিন্তু কোনও দলই সেটা দিতে চায়নি। আর তার জেরে যেটা হওয়ার সেটা হয়েছে। তিপ্রা মোথা কোনও রাজনৈতিক দলের শরিক হতে চায়নি।
এদিকে বিজেপি এবার ৩২টি আসন পেয়েছে। আইপিএফটি পেয়েছে একটি আসন। বামফ্রন্ট পেয়েছে ১১টি আসন, কংগ্রেস পেয়েছে ৩টি আসন। তবে এসবের মধ্য়ে তিপ্রা মোথা কার্যত প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসছে ত্রিপুরায়।
তিপ্রা মোথার নেতা প্রদ্য়োৎ কিশোর দেববর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যতক্ষণ না পর্যন্ত সাংবিধানিক সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরকারে শরিক হব না। আমরা ইতিবাচক ভূমিকা নেব। আগামী দশকে তিপরাসা নিয়ে ভারত সরকার কী অবস্থান নেয় সেদিকেও আমরা অপেক্ষা করে আছি।
সূত্রের খবর ভোটের ফলাফল বের হওয়ার পরে প্রদ্যোত কিশোর কিছুদিনের জন্য শিলং চলে যান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যদি আমরা কিছু না পেয়েই যদি আমরা সরকারে শরিক হয়ে যাই তবে আমাদের অবস্থা আইপিএফটির মতো হবে। ২০১৮সালে ওদের যেমন অবস্থা হয়েছিল সেরকম অবস্থা আমাদের হবে। আমি দিল্লি থেকে ফোন পেয়েছিলাম। ওরা মন্ত্রীও করতে চেয়েছিলেন।কিন্তু আমরা সাংবিধানিক সমাধান চাই। দিল্লি আমার আমাদের সঙ্গে আলোচনায় বসুক। আমরা সরকারের বিষয়টি পরে ভাবব।
বুধবার শপথগ্রহণ অনুষ্ঠান হবে ত্রিপুরায়। মানিক সাহা সহ অন্যান্যরা শপথ নেবেন। স্বামী বিবেকানন্দ ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।