হস্টেলে ঢোকার সময় জলের চেম্বারে পড়ে গিয়ে মৃত্যু হল এক তথ্যপ্রযুক্তি কর্মীর। সেই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাচিবৌলির একটি বেসরকারি হস্টেলে। ওই হস্টেলে থাকতেন ২৫ বছরের ওই তথ্যপ্রযুক্তি কর্মী শেখ আকমল সুফিয়ান। তাঁর মৃত্যুর পরে হস্টেলের মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৪ নম্বর ধারায় (গাফিলতির জেরে মৃত্যু) তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গেট খুলে হস্টেলের ভিতরে ঢুকছেন সুফিয়ান। হাতে কিছু একটি প্যাকেট ছিল। যেমন আর পাঁচজন হস্টেলে ঢুকে হেঁটে যান, সেরকমভাবেই নিজের ঘরের দিকে যেতে থাকেন সুফিয়ান। কিন্তু কয়েক পা ফেলার পরেই আচমকা ওই জলের চেম্বারে পড়ে যান। জল ভরতি করার জন্য ওই চেম্বারের ঢাকনা খোলা ছিল। গেটের একেবারেই সামনে হওয়ায় সেই বিষয়টি সম্ভবত তাঁর চোখ এড়িয়ে গিয়েছিল।
আর সুফিয়ান যে চেম্বারের মধ্যে পড়ে গিয়েছেন, সেটা প্রাথমিকভাবে কেউ বুঝতেও পারেননি। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের (হস্টেলের মালিক মধুসূদন এবং তাঁর পরিবারের সদস্যরা) প্রতিক্রিয়া দেখে বোঝা গিয়েছে যে সুফিয়ান পড়ে যাওয়ার পরে একটা জোরে শব্দ হয়েছিল। কিন্তু কোথা থেকে সেই শব্দ হয়েছিল, তাঁরা কেউ বুঝতে পারেননি। এদিক-ওদিক দেখতে থাকেন। চেম্বারের মধ্যেও দেখতে থাকেন এক ব্যক্তি। ঘরের ভিতর থেকেও কয়েকজন বেরিয়ে আসেন। তবে ঠিক কী হয়েছে, কেউ বুঝতে পারেননি। ওই ব্যক্তি মাথা নীচু করে চেম্বারের মধ্যেও দেখতে থাকেন।
পরবর্তীতে চেম্বার থেকে সুফিয়ানের দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে ভরতি করা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিষয়টি নিয়ে স্থানীয় থানার এক অফিসার জানিয়েছেন যে যখন চেম্বারে পড়ে যান সুফিয়ান, তখন কয়েক ফুট দূরেই সন্তান এবং স্ত্রী'র সঙ্গে দাঁড়িয়েছিলেন মধুসূদন। কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকায় সুফিয়ানকে দেখতে পাননি তাঁরা। যে সুফিয়ান মাসদুয়েক আগেই ওই হস্টেলে এসেছিলেন। একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন।
স্থানীয় থানার সাব-ইনস্পেক্টর ভি শ্রীনিবাস জানান, প্রাথমিকভাবে মধুসূদন বুঝতে পারেননি যে কী হয়েছে। চেম্বারের পাশে কলার প্যাকেট দেখে তাঁর সন্দেহ হয়। তাই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। তাতেই দেখতে পান যে চেম্বারে পড়ে গিয়েছেন সুফিয়ান। তারপরই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু জীবনরক্ষা করা যায়নি।