বাংলা নিউজ > ঘরে বাইরে > Jharkhand Crisis: অতিথিশালায় রাখা হল শাসক শিবিরের MLA-দের, বাস নিয়ে গেলেন খোদ CM

Jharkhand Crisis: অতিথিশালায় রাখা হল শাসক শিবিরের MLA-দের, বাস নিয়ে গেলেন খোদ CM

শাসক শিবিরের বিধায়কদের নিয়ে বাস রওনা দিচ্ছে। (PTI Photo) (PTI)

সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়কদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দলের রাজ্য পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডে এই মিটিংয়ে সভাপতিত্ব করবেন বলে খবর।

সোহিনী গোস্বামী

ঝাড়খণ্ডে রাজনৈতিক সংকট ক্রমশ বাড়ছে। এবার রাঁচির খুন্তি জেলায় শাসকদলের বিধায়কদের দুটি বাসে চাপিয়ে একটি গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করা হল। খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কড়া পাহারায় সেই বাসদুটিকে নিয়ে যান।

বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে ক্রমেই চিন্তা বাড়ছে শাসক শিবিরে। এবার তারই অঙ্গ হিসাবে শাসক বিধায়কদের একজোট করে রাখাটাই এখন হেমন্ত সোরেনের কাছে বড় চ্যালেঞ্জ। রণকৌশল ঠিক করতে রাঁচির বাসভবনে ইউপিএ জোটের বিধায়কদের সঙ্গে আলোচনায় বসেছিলেন হেমন্ত সোরেন। প্রসঙ্গত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলও এই জোটের মধ্যে রয়েছে।

এদিকে রাজ্যে কংগ্রেস সভাপতি রাজেশ ঠাকুর আগেই জানিয়েছিলেন, দলের বিধায়কদের বলা হয়েছে লাগেজ নিয়ে মিটিংয়ে আসবেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, যদি বিধায়কদের অন্য় কোথাও সিফ্ট করা হয় তবে তা জানিয়ে দেওয়া হবে।

সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ ঝাড়খণ্ডের কংগ্রেসের বিধায়কদের নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। দলের রাজ্য পর্যবেক্ষক অবিনাশ পাণ্ডে এই মিটিংয়ে সভাপতিত্ব করবেন বলে খবর।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রভাব খাটিয়ে পাথর খাদানের লিজ নেওয়ার অভিযোগ উঠেছিল হেমন্ত সোরেনের বিরুদ্ধে। সেই পরিপ্রেক্ষিতে বিধায়ক পদ খারিজ করার জন্য রাজ্যপাল নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। 

পরবর্তী খবর

Latest News

২০২১ সালে হারিয়েছিলেন বড় ছেলেকে, এবার না ফেরার দেশে ইয়েচুরি ‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের ডাক্তারদের আন্দোলন,‘সুপ্রিম কোর্টের রায়ের কোনো মূল্য নেই?’প্রশ্নে রানা লিখলেন.. চওড়া ব্যাট নিয়ে রান তোলার চেষ্টা, কারচুপি ধরা পড়তেই বিরাট শাস্তি কাউন্টি দলকে লাইভ সম্প্রচারে সমস্যা আছে, বেঁকে বসলেন মমতা, ভয় পাচ্ছেন? পালটা চিকিৎসকরা 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.