পঞ্জাবে কংগ্রেস কার্যত দলীয় ভাঙন ঘিরে চরম পরিস্থিতির শিকার হয়েছিল। অমরিন্দর সিং বনাম নভজ্যোত সিধুর সংঘাত কার্যত সেরাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির অন্যতম কারণ। এই পরিস্থিতির পর এবার কংগ্রেসের সামনে রাজস্থান। সামনেই রাজস্থানে বিধানসভা ভোট। আর তার মাঝে এখনও ধিক ধিক করে জ্বলছে অশোক গেহলোট বনাম সচিন পাইলট সংঘাতের আগুন। এবার সেই আগুন নেভাতে কংগ্রেস ময়দানে নামাচ্ছে দলের নির্ভরযোগ্য সৈনিক কমল নাথকে। সূত্রের দাবি এমনটাই।
প্রসঙ্গত, রাজস্থান কংগ্রেসের সচিন পাইলট বনাম রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলোটের সংঘাত বেশ পুরনো 'মাথাব্যথা' কংগ্রেসের। একবার দল ছাড়ার হুমকি দিয়ে সচিন তাঁর সহযোগিদের সঙ্গে বিদ্রোহও শুরু করেছিলেন। এদিকে, যে সময়কালে রাজস্থানে সচিন বনাম অশোক সংঘাত দেখা দিয়েছে, সেই সময়ের আশপাশেই মধ্যপ্রদেশে কমল নাথ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কোন্দলও দেখা দিয়েছিল কংগ্রেসে। শেষমেশ জ্যোতিরাদিত্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এদিকে, সেই কমল নাথ এবার রাজস্থানে কংগ্রেসের ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট’ও নামছেন। পার্টির জেনারেল সেক্রেটারি কেসি বেণুগোপাল ও সচিন পাইলটের সঙ্গে সদ্য দিল্লিতে বৈঠক করেন কমল নাথ। কোন পথে রাজস্থানের কোন্দল মেটানো সম্ভব, তা নিয়ে চলেছে আলোচনা।
( মোদী-সুনাক বিশেষ ফোনালাপ! প্রসঙ্গ উঠল খালিস্তানি কর্মকাণ্ড ঘিরেও)
প্রসঙ্গত, রাজস্থানে আসতে চলেছে ভোট। সেখানে সচিনের যত না মাথাব্যথা বিজেপিকে নিয়ে , তার চেয়ে বেশি বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে অশোক গেহলোট ফ্যাক্টর, এমনই দাবি সূত্রের। জানা যাচ্ছে, আসন্ন ভোটে আরও বেশি বড় ভূমিকায় নিজেকে দেখতে চান সচিন পাইলট। সেই জায়গা থেকে দলের হাইকমান্ডের কাছে কিছু দাবি দাওয়া রেখেছেন তিনি। জানা যাচ্ছে, যেহেতু সচিন এই নির্বাচনে বড় দায়িত্ব চাইছেন, তাই রাজস্থান কংগ্রেসের একাংশ তাঁকে ‘অ্যান্টি পার্টি’ বলে মনে করছে। জানা গিয়েছে, কমল নাথের সঙ্গে আলোচনায় নিজের ক্ষোভ, অভিমান জাহির করেছেন সচিন। কমল নাথও পরিস্থিতি মোকাবিলায় বা দুই নেতার সহাবস্থান কীভাবে সম্ভব তা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এদিকে, প্রাক্তন বসুন্ধরা রাজের বিজেপি সরকার কীভাবে রাজ্যে দুর্নীতি চালিয়েছে, সেই অভিযোগ তুলে প্রচারের সুর চড়া করতে শুরু করেছেন সচিন পাইলট। এই প্রচার অব্যাহত রাখতে আপাতত কোমর বেঁধে দলীয় কোন্দল মেটাতে তৎপর কংগ্রেস।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup