জনতা দল (সেকুলার) নেতা এইচ ডি কুমারস্বামী। এবার তিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও ক্য়াবিনেট মন্ত্রীদের একহাত নিলেন। কারণ তাঁরা চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন।
কুমারস্বামীর প্রশ্ন, পাকিস্তানের জন্য গলা ফাটাতেই কি গোটা মন্ত্রিসভা স্টেডিয়ামে গিয়েছিল?
শুক্রবার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া. উপমুখ্যমন্ত্রী শিবকুমার সহ মন্ত্রিসভার সদস্যরা অস্ট্রেলিয়া ও পাকিস্তানের ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন।
জেডিএস অফিসে কুমারস্বামী সাংবাদিকদের সামনে বলেন, এই রাজ্য নানা সমস্যায় জর্জরিত। কৃষকরা সমস্যার মধ্যে রয়েছেন। এসব সমস্যার দিকে না দেখে গোটা ক্য়াবিনেট চলে গেল ক্রিকেট ম্য়াচ দেখতে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানে ম্য়াচ দেখতে ওরা গিয়েছিলেন। রাজ্যের সমস্যার দিকে না তাকিয়ে সময় কাটানোর জন্যই কি তারা ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন? আর তারাই এখন দেশপ্রেমের কথা শেখাচ্ছেন।
কুমারস্বামী জানিয়েছেন, কেন্দ্রের কাছে একটা চিঠি লিখেই যদি হাত ধুয়ে ফেলে কংগ্রেস তবে কি তারা কেন্দ্রের সঙ্গে দেখা করার সুযোগ পাবে? অ্য়াপয়ন্টমেন্ট পাওয়ার জন্য বার বার বলতে হয়।
খরা পরিস্থিতি নিয়েও একহাত নেন তিনি। তাঁর মতে সরকার শক্তি সংকট তৈরি করেছিল। তারা শক্তিসম্পদ তৈরি করেনি। যদি কয়লার এক বছরের স্টক কেনা থাকত তবে এই পরিস্থিতি তৈরি হত না। কংগ্রেস সরকারের এসব দিকে কোনও খেয়াল নেই।
কর্ণাটকে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এবার সেই কংগ্রেসের শীর্ষ নেতাদের একহাত নিলেন জেডিএস নেতৃত্ব। অস্ট্রেলিয়া- পাক ম্যাচ দেখতে যাওয়ায় তাদের নিশানা করলেন জনতা দল (সেকুলার) নেতা এইচ ডি কুমারস্বামী।