বাংলা নিউজ > ঘরে বাইরে > Kerala High Court on POCSO: POCSO আইনে ছাড় দেওয়া হয় না মুসলিমদের বাল্যবিবাহ, পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের

Kerala High Court on POCSO: POCSO আইনে ছাড় দেওয়া হয় না মুসলিমদের বাল্যবিবাহ, পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের

(প্রতীকী ছবি - হিন্দুস্তানটাইমস)

কেরল হাই কোর্টের বক্তব্য, মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী যদি কোনও অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হয়, তাহলে স্বামী-স্ত্রীর যৌন সঙ্গম পকসো আইন অনুযায়ী বেআইনি।

মুসলিম পার্সোনাল ল’র অধীনে বিয়ে হলেও ‘যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা’ বা পকসো আইন প্রযোজ্য হতে পারে। এমনই পর্যবেক্ষণ করল কেরল হাই কোর্ট। অর্থাৎ, মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী যদি কোনও অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হয়, তাহলে স্বামী-স্ত্রীর যৌন সঙ্গম পকসো আইন অনুযায়ী বেআইনি।

বিচারপতি বেচু কুরিয়ান থমাসের একক বেঞ্চ পকসো নিয়ে আরও পর্যবেক্ষণ করেন, ‘পকসো আইনটি একটি বিশেষ আইন যা বিশেষভাবে শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষার জন্য প্রণীত হয়েছে৷ একটি শিশুর বিরুদ্ধে প্রতিটি প্রকৃতির যৌন শোষণকেই অপরাধ হিসাবে গণ্য করা হয়৷ বিবাহও এই ক্ষেত্রে ব্যতিক্রম হযতে পারে না৷’

বিচারপতির কথায়, ‘পকসো আইন একটি বিশেষ আইন। সামাজিক চিন্তাধারার অগ্রগতি ফল এই আইন। শিশু নির্যাতন সংক্রান্ত আইনশাস্ত্র থেকে উঠে আসা নীতির উপর ভিত্তি করেই এই বিশেষ আইন প্রণয়ন করা হয়েছিল। দুর্বল, নির্দোষ এবং নিষ্পাপ শিশুকে রক্ষা করার প্রয়োজন থেকেই এই আইন। বিবাহ ছাড়াও অন্যান্য ক্ষেত্রে যৌন শিকারিদের থেকে শিশুদের রক্ষা করার লক্ষ্যেই এই আইন আনা হয়েছে।’ উচ্চ আদালতেপ পর্যবেক্ষণ, ‘একটি বাল্যবিবাহের জেরে শিশুর পূর্ণ সম্ভাবনার বৃদ্ধির সঙ্গে আপস করা হয়। এটা সমাজের জন্য ক্ষতিকারক। পকসো আইনের আইনি লক্ষ্য হল, বিবাহের আড়ালে একটি শিশুর সঙ্গে শারীরিক সম্পর্ককে নিষিদ্ধ করা।’ প্রসঙ্গত, ‘দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ অ্যাক্টটি কার্যকর করা হয়েছিল ১০ বছর আগে। ভারতের সংবিধানে শিশুদের অধিকার রক্ষার জন্য বেশ কিছু আইন আছে। কিন্তু, সেটা যথেষ্ট ছিল না। তাই ২০১২ সালে এই আইন আনা হয়েছিল। তবে মুসলিম ব্যক্তিগত আইন অনুযায়ী বিয়ের সঙ্গে সংঘাত বেঁধেছে এই আইনের। এই আবহে কেরল হাই কোর্টের এই পর্যবেক্ষণ বেশ গুরুত্বপূর্ণ।

বন্ধ করুন