বাংলা নিউজ > ঘরে বাইরে > আদানির শেয়ারের দরপতনে ২ দিনে ১৯ হাজার কোটি টাকা তলিয়ে গেল LIC-র

আদানির শেয়ারের দরপতনে ২ দিনে ১৯ হাজার কোটি টাকা তলিয়ে গেল LIC-র

ফাইল ছবি

গত ২ দিনে শেয়ারের দামে পতনের ফলে আদানি গোষ্ঠীর বাজার মূল্য প্রায় ২৫ শতাংশ কমেছে। যার ফলে পৃথিবীর তৃতীয় ধনীতম বাণিজ্যিক গোষ্ঠীর স্বীকৃতি হারিয়েছে তারা। আদানি গোষ্ঠীর স্থান হয়েছে সপ্তমে।

রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর শেয়ারের দাবে ধারাপতনে ব্যাপক ধাক্কা খেল LIC. ২ দিনে LIC-র হাতে থাকে আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ারের দাম পড়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। যা আদানি গোষ্ঠীতে LIC-র বিনিয়োগমূল্যের প্রায় ২৫ শতাংশ। ধারাপতন জারি থাকলে আগামীতে আরও লোকসানের মুখোমুখি হতে পারে LIC.

গত ২ দিনে শেয়ারের দামে পতনের ফলে আদানি গোষ্ঠীর বাজার মূল্য প্রায় ২৫ শতাংশ কমেছে। যার ফলে পৃথিবীর তৃতীয় ধনীতম বাণিজ্যিক গোষ্ঠীর স্বীকৃতি হারিয়েছে তারা। আদানি গোষ্ঠীর স্থান হয়েছে সপ্তমে। ওদিকে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার বিপুল বিনিয়োগ রয়েছে LIC-র। গত ২৩ জানুয়ারি বাজার বন্ধের সময় সেই বিনিয়োগের মোট মূল্য ছিল ৮১,২২৮ কোটি টাকা। শুক্রবার বিকেলে যা কমে দাঁড়িয়েছে ৬২,৬২১ কোটি টাকা। অর্থাৎ ১ দিনে আদানি গোষ্ঠীতে LIC-র বিনিয়োগ মূল্য কমেছে ১৮,৬৪৭ কোটি টাকা। (প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ জানুয়ারি বাজার বন্ধ ছিল।)

এর মধ্যে সর থেকে বেশি ধাক্কা খেয়েছে আদানি টোটাল গ্যাস সংস্থায় LIC-র বিনিয়োগ। সেখানে LIC-র বিনিয়োগমূল্য কমেছে ৬,৩২৩ কোটি টাকা। আদানি এন্টারপ্রাইজে বিনিয়োগমূল্য কমেছে ৩,২৪৫ কোটি টাকা। আদানি পোর্টসে বিনিয়োগমূল্য কমেছে ৩,০৯৫ কোটি টাকা। আদানি ট্রান্সমিশনে বিনিয়োগমূল্য কমেছে ৩,০৪২ কোটি টাকা। আদানি গোষ্ঠী অধিগৃহীত অম্বুজা সিমেন্টে LIC-র বিনিয়োগমূল্য কমেছে ১,৪৭৪ কোটি টাকা। এছাড়া আদানি গ্রিন এনার্জি ও আদানি অধিগৃহীত ACC সিমেন্টেও বিনিয়োগমূল্য কমেছে যথাক্রমে ৮৭৫ কোটি টাকা ও ৫৪৪ কোটি টাকা করে।

বলে রাখি, দেশের বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হল LIC. গত বুধবার মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীকে নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করে। তাতে তারা দাবি করেছে, আদানি গোষ্ঠীর কর্ণধাররা টাকা বিদেশে পাচার করে সেই টাকা দিয়েই নিজেদের শেয়ার কিনে তার দাম বাড়িয়েছেন। জবাবে আদানি গোষ্ঠী মার্কিন সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। গত ২ বছর ধরে শেয়ার বাজারে আদানি গোষ্ঠীর উত্থান ছিল চোখে পড়ার মতো। 

 

বন্ধ করুন