গ্রেটার নয়ডার ওয়েস্ট রেসিডেনশিয়াল টাউনশিপে ভয়াবহ দুর্ঘটনা। সেখানে এক বহুতলে চলছিল নির্মাণ কাজ। আর তারই মাঝে আচমকা যাত্রীবাহী লিফ্ট ভেঙে পড়ে। যার জেরে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এছাড়াও ঘটনায় ৫ জন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
গৌতম বুদ্ধ নগরের জেলা শাসক মণীশ বর্মা জানিয়েছেন, ঘটনাটি শুক্রবার সকাল ৮ টা নাগাদ ঘটেছে। আম্রপালি ড্রিম ভ্যালি প্রজেক্টের নির্মাণের কাজের সময় ওই ঘটনা ঘটে যায় বলে খবর। মণীশ বর্মা বলছেন,' দুর্ঘটনার জেরে ৪ জনের মৃত্যু হয়েছে, আর ৫ জন আহত হয়েছেন। আহদের নয়ডার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।' গোটা ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছন এলাকার প্রশাসনিক কর্তারা। পুলিশের উচ্চপদস্থ কর্তা ও প্রশাসনিক কর্তারা জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত হবে। আর যাঁরা এই ঘটনায় দোষী হিসাবে সাব্যস্ত হবেন, তাঁদের রেয়াত করা হবে না। মণীশ বর্মা বলছেন, ‘গোটা ঘটনা এখন তদন্ত হবে। তবে এখনই এই ঘটনার কোনও তথ্য বলা যাচ্ছে না। বাকি তথ্য পরে জানানো হবে।’
( Video: জঙ্গিদের গুলিতে কাশ্মীর হারিয়েছে ভূমিপুত্র DSP হুমায়ুন ভাটকে! চোখের জলে শেষ বিদায় শহিদকে)
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বিল্ডিং নির্মাণের কর্মীরা লিফ্ট চড়ে ১৪ তলায় যাচ্ছিলেন। তখনই সাসপেনশনের তার ছিড়ে লিফ্ট ভেঙে পড়ে। জানা গিয়েছে, ওই লিফ্টে ৯ জন নির্মাণকর্মী চোদ্দতলা পর্যন্ত যাচ্ছিলেন। একটিই লিফ্ট-এ ৯ জন চড়ার পরই তা ভেঙে পড়ে। সেন্ট্রাল নয়ডার অ্য়াসিস্টেন্ট পুলিশ কমিশনার আরকে পান্ডে বলেন, ‘ সন্দেহ করা হচ্ছে লিফটের সাসপেনশন তার ফেটে গেছে, লিফ্টে ১৪ তলায় যেতে ৯ জন নির্মাণ শ্রমিক চড়েছিলেন।’ বর্তমানে এই প্রজেক্ট এনবিসিসি দ্বারা পরিচালনা করা হচ্ছে।