বাংলা নিউজ > ঘরে বাইরে > Lunar Eclipse 2021: ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ আজ, জেনে নিন সময়, ভারতের কোথায় দেখা যাবে?

Lunar Eclipse 2021: ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ আজ, জেনে নিন সময়, ভারতের কোথায় দেখা যাবে?

কয়েক ঘণ্টা পরই হতে চলেছে চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। (ছবিটি প্রতীকী)

জেনে নিন যাবতীয় বিষয়।

কয়েক ঘণ্টা পরই হতে চলেছে চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ। রাস পূর্ণিমার দিনে আংশিক চন্দ্রগ্রহণ হবে। যা মহাজাগতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ৫৮০ বছরে এটাই হতে চলেছে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ। একনজরে দেখে নিন আংশিক চন্দ্রগ্রহণের সময়, কোথা থেকে যাবে, ভারতীয়রাও গ্রহণ দেখতে পারবেন কিনা -

১) আংশিক চন্দ্রগ্রহণ কোথা থেকে দেখা যাবে?

গত ২ নভেম্বর মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, ১৮ নভেম্বর এবং ১৯ নভেম্বরের মধ্যবর্তী রাতে (মার্কিন সময় অনুযায়ী) আংশিক গ্রহণ হবে। সেই সময় কয়েক ঘণ্টার জন্য পৃথিবীর ছায়ায় আংশিকভাবে ঢাকা পড়ে যাবে চাঁদ। বিশ্বের যে প্রান্তে চাঁদ উঠে যাবে, সেখান থেকেই এই গ্রহণ দেখা যাবে।

সেইমতো ইউরোপ, পূর্ব এশিয়া উত্তর-পশ্চিম আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগর এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতের কয়েকটি অংশ থেকেও।

২) ভারতের কোথা থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে?

ভারতে বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে তা শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে পরিলক্ষিত হবে। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিকের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, অসম এবং অরুণাচল প্রদেশের কয়েকটি এলাকা থেকে গ্রহণ দেখা যাবে। তবে খুব বেশিক্ষণ দেখা যাবে না গ্রহণ।

৩) চন্দ্রগ্রহণের সময়?

শুক্রবার (১৯ নভেম্বর) বেলা ১২ টা ৪৮ মিনিট থেকে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। চলবে বিকেল ৪ টে ১৭ মিনিট পর্যন্ত। অর্থাৎ তিন ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড গ্রহণ চলবে।

৪) কেন মহাজাগতিক দিক থেকে গুরুত্বপূর্ণ?

এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের রিসার্চ অ্যান্ড অ্যাকাডেমিকের অধিকর্তা জানিয়েছেন, ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি শেষবার এত দীর্ঘ সময় ধরে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল। আবারও এত দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ দেখা যেতে পারে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

বন্ধ করুন