ইউক্রেনে আটকে পড়া রাজ্যবাসীদের দেশে ফেরাতে আগেই কন্ট্রোল রুম খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই সকল ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন তিনি। সঙ্গে থাকার বার্তা ছিল সেই চিঠিতে। তবে আজ ইউক্রেন ইস্যুতে কেন্দ্রকে তোপ দালগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বারাণসী উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই ইউক্রেন ইস্যুতে প্রশ্ন করা হলে মোদী সরকারকে তোপ দাগেন মমতা। বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) উত্তরপ্রদেশে ভোট প্রচারে ব্যস্ত। তাই আমিও উত্তরপ্রদেশে যাচ্ছি। কিন্তু আমি আমার কর্তব্য পালন করে যাচ্ছি সেখানে।’
এদিন মমতা বলেন, ‘আমি সরকারের সমালোচনা করতে চাই না। বিশেষ করে পররাষ্ট্র বিষয়ে আমরা সবাই এক। কিন্তু কখনও কখনও আমি দেখেছি যে বিদেশ নীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ক্ষেত্রে কিছু সমন্বয়ের অভাব থেকে যায় এবং রাজনৈতিক কারণে আমরা পিছিয়ে পরি এবং আমাদের ছাত্ররা সেখানে আটকে আছেন।’
মমতা এদিন আরও বলেন, ‘কেউ মারা গিয়েছেন, কেউ এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছেন। কেউ বাঙ্কারে অপেক্ষা করছেন, কেউ রোমানিয়ায় অপেক্ষা করছেন, কেউ খাবার পাচ্ছে না। তারা খাবারের সন্ধান করতে যাচ্ছেন ও প্রাণ হারাচ্ছেন। সরকার যখন এই বিষয়টি সম্পর্কে অবগত ছিল, তখন তারা কেন ছাত্রদের আগে দেশে ফিরিয়ে আনল না?’
এর আগে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে সর্বদল বৈঠক ডাকার পরামর্শ দিয়েছিলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে প্রধানমন্ত্রীকে লেখেন, ‘যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় আমাদের ভূমিকা বরাবরের মতোই থাকুক। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাশেই থাকবে রাজ্য। এই বিষয়ে আপনি সর্বদল বৈঠক ডাকুন। বর্তমান পরিস্থিতিতে সবরকম রাজনৈতিক বিরোধিতা ভুলে সব দলকে এক হতে হবে। ভারত যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে থাকতে পারে তা নিশ্চিত করতে হবে।’