বাংলা নিউজ > ঘরে বাইরে > 'লাঞ্চ ব্রেকের' সময় লন্ডনে 'বন্ধ' SBI! ‘ধারাবাহিকতা’ দেখলেন নেটিজেনরা, ছড়াল মিম

'লাঞ্চ ব্রেকের' সময় লন্ডনে 'বন্ধ' SBI! ‘ধারাবাহিকতা’ দেখলেন নেটিজেনরা, ছড়াল মিম

বন্ধ এসবিআইয়ের শাখা (বাঁদিকে) (ছবি সৌজন্যে টুইটার @dammitabai), (ডানদিকে) পিটিআই প্রতীকী ছবি।

SBI Lunchbreak meme: লাঞ্চ ব্রেকের সময় লন্ডনেও বন্ধ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) শখা। এমনই দাবি করলেন এক নেটিজেন। যে টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন লেখেন, 'পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন।' অপর একজন বলেন, 'বাড়িতে থাকার অনুভূতি দেওয়া হচ্ছে।'

সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) মিম। তারইমধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন দাবি করলেন, মধ্যাহ্নভোজের সময় লন্ডনে বন্ধ আছে এসবিআইয়ের শাখা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

গত বৃহস্পতিবার টুইটারে একটি পোস্ট করেন এক নেটিজেন (টুইটার হ্যান্ডেলের নাম @dammitabai)। ওই যুবকের টুইটারের বায়ো অনুযায়ী, লন্ডনের কিংস কলেজে পড়েন। তিনি দাবি করেন, লন্ডনে বেলা ১২ টা ৩০ মিনিটে এসবিআই বন্ধ ছিল। সঙ্গে লিখে দেন, 'লাঞ্চ হাওয়ার্স (মধ্যাহ্নভোজের সময়)।'

সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন লিখেছেন, 'একমাত্র ওদের ব্যাঙ্কের (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) লোগো দেখে মনে হয় না যে প্লেটের মধ্যে চামচ রাখা হয়েছে?' অপর একজন বলেন, 'অসাধারণ! আপনি ভারতের বাইরে যেতে পারেন। কিন্তু ভারত কখনও আপনার বাইরে যেতে পারবে না।' একজন আবার বলিউড সিনেমা 'মহব্বঁতে'-তে অমিতাভ বচ্চনের ডায়লগ ব্যবহার করে লেখেন, 'পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন।' অপর একজন বলেন, 'বাড়িতে থাকার অনুভূতি দেওয়া হচ্ছে।'

কেউ কেউ আবার 'লাঞ্চ ব্রেক' নিয়ে ভাইরাল টুইটের বিরুদ্ধেও মুখ খুলেছেন। তেমনই একজন বলেন, 'আপনার কী চান? আপনি সঠিক সময় পৌঁছাতে পারেননি বলে ব্যাঙ্কের কর্মীরা মধ্যাহ্নভোজ করবেন না?' একইসুরে অপর একজন বলেন, 'লোকজন এমন করছেন যেন তাঁরা কখনও মধ্যাহ্নভোজ করেন না।' হ্যাশট্যাগ ব্যবহার করে #Shameless লেখেন ওই নেটিজেন।

বন্ধ করুন