বাংলা নিউজ > ঘরে বাইরে > বাঙালি মাওবাদী শীর্ষনেতা আকাশ, মাথার দাম ১ কোটি, হন্যে হয়ে খুঁজছে ঝাড়খন্ড পুলিশ

বাঙালি মাওবাদী শীর্ষনেতা আকাশ, মাথার দাম ১ কোটি, হন্যে হয়ে খুঁজছে ঝাড়খন্ড পুলিশ

মাওবাদী নেতা আকাশকে খুঁজছে ঝাড়খন্ড পুলিশ। (সংগৃহীত )

সূত্রের খবর, গত কয়েকবছর ধরেই ব্লাড সুগার, চোখের সমস্যা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন আকাশ।

একসময় তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা টাউনের বাসিন্দা। সেই অসীম মণ্ডল ওরফ আকাশকে এখন হন্যে হয়ে খুঁজছে ঝাড়খন্ড পুলিশ। শীর্ষ এই মাওবাদী নেতার মাথার দাম ঘোষণা করা হয়েছে ১ কোটি টাকা। শুধু আকাশ নন, জঙ্গলমহলের বেলপাহাড়ির মদন মাহাতো, তার স্ত্রী জবা ও মিতাকেও খুঁজছে পুলিশ। নতুন বছরের গোড়ার দিকে পোস্টার প্রকাশ করে ঝাড়খন্ড পুলিশ। সেখানেই কার্যত মোস্ট ওয়ান্টেডদের তালিকায় নাম রয়েছে প্রবীন মাওবাদী নেতা আকাশ সহ কয়েকজনের। সেই পোস্টার অনুসারে মদন মাহাত ওরফে শঙ্করের মাথার দাম ১৫ লক্ষ টাকা।

এদিকে সূত্রের খবর, গত কয়েকবছর ধরেই ব্লাড সুগার, চোখের সমস্যা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন আকাশ। এমনকী গত বিধানসভা নির্বাচনের আগে আকাশ সহ একাধিক প্রবীন মাওবাদী নেতা আত্মসমর্পণ করতে পারে বলেও জল্পনা ছড়িয়েছিল। কিন্তু সেই আকাশকেই এখন খুঁজছে একাধিক এজেন্সি। প্রসঙ্গত কিষেনজীর মৃত্যুর পরে মাওবাদী সংগঠনে কার্যত হাল ধরেছিলেন আকাশ।  এদিকে এর আগে অপর বাঙালি মাওবাদী প্রশান্ত বোস ওরফে কিষানদার মাথার দাম ছিল এক কোটি টাকা। তবে গত ১৯শে নভেম্বর নাকা চেকিংয়ের সময় ঝাড়খন্ড পুলিশ গ্রেফতার করেছিল তাঁকে। কিষানদার গ্রেফতারির পরে বাংলা, বিহার, ঝাড়খন্ড এলাকায় মাওবাদী কার্যকলাপের অন্যতম ভরকেন্দ্র তৈরি হয় আকাশকে ঘিরেই। সেই আকাশকেই নাগালের মধ্যে পেতে চাইছে পুলিশ। কিন্তু ঠিক কোথায় গা ঢাকা দিয়েছে আকাশ সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন গোয়েন্দারা। 

 

বন্ধ করুন