বাংলা নিউজ > ঘরে বাইরে > Market Valuation: শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্য়ে ৮টির বাজারদরেই ধস, HDFC, রিলায়েন্স পড়ল ধপাস করে!

Market Valuation: শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্য়ে ৮টির বাজারদরেই ধস, HDFC, রিলায়েন্স পড়ল ধপাস করে!

টপ ৮টা কোম্পানিতে শেয়ারে ধস। প্রতীকী ফাইল ছবি : পিটিআই (PTI)

পরপর ৮টা কোম্পানিতে বিরাট ধস। রিলায়েন্স, স্টেট ব্যাঙ্কের মতো সংস্থাতেও ধস। 

বাজারের মূল্যায়নের দিক থেকে কার্যত ধপাস করে পড়ে গেল দেশের একাধিক নামকরা সংস্থা। ১০টি বড় নামকরা সংস্থার মধ্য়ে ৮টি কার্যত গত সপ্তাহে পড়ে যায়। আটটি সংস্থার মূল্যায়ন সব মিলিয়ে পড়েছে ২,২৮,৬৯০.৫৬ কোটি টাকা।

গত সপ্তাহে বিএসই সূচক পড়ে গিয়েছিল ১৮২৯.৪৮ পয়েন্টে। অর্থাৎ ২.৬৯ শতাংশ পড়ে গিয়েছিল সূচক। আর নিফটি পড়ে গিয়েছিল ৫১৮.১ পয়েন্টে অথবা ২.৫৬ শতাংশে। মঙ্গলবার গণেশ চতুর্থী উপলক্ষ্য়ে ইকুইটি মার্কেট বন্ধ ছিল।

এবার কোম্পানির নামগুলি জেনে নিন। সেই ১০টি কোম্পানিগুলির মধ্য়ে যেগুলি ধাক্কা খেয়েছে সেগুলি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইনফোসিস, আইটিসি, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতী এয়ারটেল, বাজাজ ফিনান্স। এই কোম্পানিগুলি মূলত পিছিয়ে ছিল। তবে টাটা কনসালটেন্সি সার্ভিসেস ও হিন্দুস্তান ইউনিলিভার কিছুটা এগিয়েছিল শেয়ার মার্কেটে।

এইচডিএফসি ব্যাঙ্ক কমেছে ৯৯,৮৩৫.২৭ কোটি টাকা। আগে ছিল ১১,৫৯,১৫৪.৬০ কোটি টাকা। গত সপ্তাহে শেয়ার পড়েছিল প্রায় ৮ শতাংশ।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মূল্যায়ন আগে ছিল ১৫,৯২,৬৬১.৪২ কোটি টাকা। সেটা থেকে কমে গিয়ে হয়ে যায় ৭১,৭১৫.৬ কোটি টাকা। গত সপ্তাহে কোম্পানির শেয়ার প্রায় ৪ শতাংশ কমে যায়। আইসিআইসিআইয়ের মূল্যায়ন আগে ছিল ৬,৬৫,৪৩২.৩৪ কোটি টাকা। সেটা কমে গিয়ে হয়ে যায় ২৯,৪১২.১৭ কোটি টাকা। ভারতী এয়ারটেলের বাজারদরও একধাক্কায় কমে গিয়েছে।

ইনফোসিসের বাজারদর ৬.২০,৮৯৩.৫৩ কোটি থেকে কমে ৬৭৪৪.৩৪ কোটি টাকা হয়ে যায়। বাজার দর কমে গিয়েছ আইটিসির মতো সংস্থারও। আগে ওই সংস্থার বাজারদর ছিল ৫৫২,৬৮০.৯২ কোটি টাকা। সেটা গত সপ্তাহে হয়ে যায় ৬৪৮৪.৫২ কোটি টাকা। পড়ে যায় বাজাজ ফিন্সান্সও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো সংস্থা যার মূল্যায়ন ছিল ৫,৩৩,৭৮১.০৪ কোটি টাকা। সেটাই হয়ে যায় ২৬৭.৭৪ কোটি টাকা।

তবে হিন্দুস্তান ইউনিলিভার ও টিসিএসের বাজার দর বেড়েছে। টিসিএস ১৩,১৮,২২৮.১৪ থেকে ১,০২৪.৫৩ কোটি টাকা হয়েছিল।

 

পরবর্তী খবর

Latest News

‘আমেরিকার বাজারে ঢুকেই চূড়ান্ত সফল আমূল, এবার লক্ষ্য ইউরোপ’ কবে কোথায় হবে জয়নগরের নির্যাতিতার দেহের ময়নাতদন্ত, স্পষ্ট জানাল হাইকোর্ট ‘ছোটতে মেয়ের মতো সাজাতেন মা,বড় হয়ে শরীরটা পাল্টে গেলেও মননে থেকেই গেল…ভাগ্যিস..’ থানার মধ্যেই সিভিকের ‘শ্লীলতাহানি’ পুলিশের SI-র, সিপিকে চিঠি, 'আগেও মদ খেয়ে…' মমতার ভাইকে সরানো হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে, বাবুনের পদে এবার সুজিত দুর্গাপুজোয় শহরের রাজপথে নামছে ১০ হাজার বাড়তি পুলিশ, থাকছে ২০০টি পিকেট এশিয়া কাপ পরের বার ভারতে, তারপরে কোথায় কোথায় হবে কোন ফর্ম্যাটে, জানুন বিস্তারিত ‘অনশনে ডাক্তারদের ওজন বাড়বে না, চকলেট খাবে…’, মমতাকে খোঁচা প্রখ্যাত চিকিৎসকের? মেয়ের সুবিচারের দাবিতে পুজোর ৪ দিন ধরনায় বসতে চলেছেন RG করের নির্যাতিতার বাবা মা কোরানেই রয়েছে শান্তি ফেরানোর চাবিকাঠি, সকলকেই মুসলমান হতে হবে: জাকির নায়েক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.