বাংলা নিউজ > ঘরে বাইরে > Flight: বিমানে যাত্রী শুধু মা আর মেয়ে! ফাঁকা প্লেনে নাচও হল জমিয়ে

Flight: বিমানে যাত্রী শুধু মা আর মেয়ে! ফাঁকা প্লেনে নাচও হল জমিয়ে

বিমান। প্রতীকী ছবি  AP/PTI (AP)

বিমানে যাত্রী বলতে শুধু মা ও মেয়ে। বিমানে নাচ, ছবি তোলা সবটাই হল জমিয়ে। 

সেকেলিস থেকে সুইজারল্যান্ড যাচ্ছিল বিমানটি। ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন মা আর মেয়ে। কিন্তু তাদের জন্য যে এমন অবাক করা কাণ্ড অপেক্ষা করেছিল তা জানতেন না তাঁরা। ইন্ডিপেন্ডেডেন্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বিমানে উঠে মা ও মেয়ে দেখেন আর কেউ ওই বিমানে নেই। কেবলমাত্র তাঁরা দুজনেই ওই বিমানেরওই ক্লাসের যাত্রী হিসাবে রয়েছেন।

ওই সংবাদ মাধ্য়মের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, জো ডোইলি নামে ২৫ বছর বয়সি ওই যাত্রী তার মার সঙ্গে বিমানে উঠেছিলেন। তার মার বয়স ৫৯বছর। তারা পরিবারের সঙ্গে খ্রীষ্টমাস পালনের জন্য় যাচ্ছিলেন। আর সেই বিমানে উঠে একটি টিকটক ভিডিয়ো করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, ওই বিমানে আর কেউ নেই। একেবারে খাঁ খাঁ করছে। আর বিমানের ক্যাপটেন জানিয়েছেন, বিমানে মাত্র দুজন যাত্রী। মেরি খ্রীষ্টমাস।

এদিকে ফাঁকা বিমানে রীতিমতো নাচ শুরু করে দেন ওই মেয়ে। সেই ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে।

এদিকে মা ও মেয়ে জানিয়েছেন, তারা যে একমাত্র যাত্রী এটা তারা আদৌ বুঝতে পারেননি। প্রথমদিকে একেবারে অবাক হয়ে যান তারা। তাঁরা বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম চারজন হয়তো আছেন। কিন্তু পরে বুঝতে পারি আর কেউ নেই।

তাঁর ধারনা খ্রীষ্টমাসের কারণেই হয়তো কেউ বিমানে ওঠেননি। সেকারণে গোটা বিমান ফাঁকা ছিল। মেয়ে জানিয়েছে, গোটা বিমানে আমরা খুব আনন্দ করি। আমার মাকে কেবিন ক্রুর পোশাক পরানো হয়েছিল। সেটা পরে মা খুব আনন্দ করে। ওরা ক্য়ামেরাও বের করে ফেলেছিল। খবর এনডিটিভি সূত্রে।

তবে এবারই প্রথমবার নয়, এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে ইংল্যান্ডের এক বাসিন্দা নর্দার্ন আয়ারল্যান্ড থেকে পর্তুগালের দিকে যাচ্ছিলেন এক বিমান যাত্রী।আর বিমানে উঠে দেখেন তিনিই একমাত্র যাত্রী। আর কেউ নেই সেই বিমানে। আর সেদিন তাকে একেবারে ভিআইপি অতিথি হিসাবে দেখা হয়। গেটে তাকে বলা হয়, আজ তো আপনারই দিন। আপনি তো আজ ভিআইপি।

ওই ব্যক্তি পরে জানিয়েছিলেন, প্রাইভেট প্লেনের ব্যাপারে শুনেছিলাম। তার ভাড়া নাকি ২৮,০০০ ইউরো। কিন্তু এদিন প্রাইভেট প্লেনে চাপার অভিজ্ঞতা হল।

 

 

ঘরে বাইরে খবর

Latest News

কাঁচা বাদাম অতীত, ভোটের মরশুমে নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর ছিটকে গেল গুজরাট, প্লে-অফের তিনটি জায়গার জন্য লড়াইয়ে টিকে ৬টি দল- পয়েন্ট তালিকা চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি পাচার! পুলিশি জালে ৩ মৃত্যুর পর পূর্ণ হবে পরাণের ইচ্ছে!মজার ছলে কোন গল্প বলতে আসছেন ইন্দ্রনীল-অনির্বণ আফগান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগে গেম চেঞ্জার হবে চাবাহার? ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত সুশীল মোদী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর মে'র শেষ ও জুনের শুরু মিলিয়ে ৭ দিন মদ মিলবে না কলকাতায়! কবে, কবে? রইল তালিকা গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স মেয়ের কৃতিত্বে মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কার! গর্বিত মিমি লিখলেন, 'সেরা মুহূর্ত...' বাংলাদেশেই অভিষেক হয়েছিল, সেই দেশে খেলতে এসেই T20 থেকে অবসর নিলেন শন উইলিয়ামস

Latest IPL News

গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.