বাংলা নিউজ > ঘরে বাইরে > এই ৩ শেয়ারই ছুঁয়েছে ‘আপার সার্কিট’, নয়া সপ্তাহে সেখানেই কি বিনিয়োগ করবেন?

এই ৩ শেয়ারই ছুঁয়েছে ‘আপার সার্কিট’, নয়া সপ্তাহে সেখানেই কি বিনিয়োগ করবেন?

দুর্বলতা কাটিয়ে শুক্রবার ‘সবুজ’ স্তরে শেষ করেছে বাজার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Multibagger Stocks: দুর্বলতা কাটিয়ে শুক্রবার ‘সবুজ’ স্তরে শেষ করেছে শেয়ার বাজার। তারইমধ্যে বাজারের শেষ কর্মদিবসে কয়েকটি সংস্থার শেয়ার ‘আপার সার্কিট’ ছুঁযে ফেলেছে। একটি সংস্থায় তো এক বছরে ৬২৭.০৭ শতাংশ রিটার্ন মিলেছে।

শুক্রবার ১.১৭ শতাংশ উত্থানের সাক্ষী থেকেছে ঘরোয়া বাজার। দুর্বলতা কাটিয়ে ‘সবুজ’ স্তরে শেষ করেছে। তারইমধ্যে বাজারের শেষ কর্মদিবসে কয়েকটি সংস্থার শেয়ার ‘আপার সার্কিট’ ছুঁয়ে ফেলেছে। যেগুলির দিকে সোমবার নজর থাকবে বিনিয়োগকারীদের।

Parshva Enterprises Limited

গত শুক্রবার ‘আপার সার্কিট' ছুঁয়ে ফেলেছে Parshva Enterprises Limited। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ২৪৪.০৫ টাকা। যা গত ৫২ সপ্তাহে সর্বোচ্চ। যেখানে গত বছর ৫ জুলাই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৩১.৬১ টাকা ছিল। যা গত ৫২ সপ্তাহে সর্বনিম্ন। অর্থাৎ ওই সময়ের মধ্যে ৬২৭.০৭ শতাংশ রিটার্ন মিলেছে। চলতি বছরের গোড়া থেকেই ৩০০ শতাংশের মতো উত্থান হয়েছে। ১১ জানুয়ারি প্রতিটি শেয়ারের দাম ছিল ৬০.৩৩ টাকা। 

আরও পড়ুন: Share Market News: প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই ৩ শেয়ার, কেনার পরামর্শ বিশেষজ্ঞদের

Vivid Mercantile Limited

শুক্রবার ‘আপার সার্কিট’ ছুঁয়ে ফেলেছে Vivid Mercantile Limited। প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৫৩.৫৫ টাকা। যা ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় Vivid Mercantile Limited-র প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৮.৬ টাকা। গত এক বছরে শেয়ার বাজারে ২৬৫ শতাংশ (১৫.৩ টাকা ছিল) উত্থান হয়েছে ওই সংস্থার। যেখানে নিফটি৫০-র উত্থান হয়েছে ৬.৬ শতাংশ। শেয়ার বাজারে গত তিন মাসে ৯৯ শতাংশ (২৭ টাকা ছিল) এবং গত এক মাসে ৮৯ শতাংশ উত্থানের সাক্ষী থেকেছে Vivid Mercantile Limited। 

ANG Lifesciences India

শুক্রবার ANG Lifesciences India-র প্রতিটি শেয়ারের দাম ২৫৯.১৫ টাকায় পৌঁছে গিয়েছে। ছুঁয়ে ফেলেছে ‘আপার সার্কিট’। গত বছরের ৩১ মে ওই সংস্থার প্রতিটি শেয়ারের দাম ৯৫ টাকায় ছিল। অর্থাৎ গত এক বছরে শেয়ার বাজারে ওই সংস্থা ১৭২.২৯ শতাংশ রিটার্ন দিয়েছিল। যদিও একটা সময় ধুঁকছিল ওই সংস্থার শেয়ার। চলতি বছরের শুরু থেকে প্রায় ৪২ শতাংশ পতনের সাক্ষী থেকেছে। গত ছয় মাসে ৫০.৪৪ শতাংশ পড়েছে। তবে শেষ পাঁচটি সেশনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। উত্থান হয়েছে ২১.৫ শতাংশ। 

আরও পড়ুন: ১,১৭০ টাকায় পৌঁছাতে পারে TATA গ্রুপের এই শেয়ার, এখনই কেনার পরামর্শ বিশেষজ্ঞদের

শেষ ৫২ সপ্তাহে ওই সংস্থার প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮০০.৪৫ টাকা। অর্থাৎ আপাতত ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে থেকে ৬৭ শতাংশ কম আছে ANG Lifesciences India-র প্রতিটি শেয়ারের দাম। এখন পাঁচদিন, ১০ দিন, ১২ দিনের গড় দাম থেকে বেশি আছে ওই সংস্থার শেয়ারের মূল্য। তবে ১০০ দিন, ২০০ দিনের গড় মূল্য থেকে কম আছে।

বন্ধ করুন