বাংলা নিউজ > ঘরে বাইরে > National Flag insulted in Muharram: মহরমের মিছিলে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, ভিডিয়ো ভাইরাল হতেই তদন্তে পুলিশ

National Flag insulted in Muharram: মহরমের মিছিলে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, ভিডিয়ো ভাইরাল হতেই তদন্তে পুলিশ

মহরমের মিছিলে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ

জানা গিয়েছে, মহরম মিছিলের সময় জাতীয় পতাকা অসম্মান করা হয়েছে বলে অভিযোগ। সেই মামলায় মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। সেই ঘটনাটি গত শুক্রবার চৈনপুর থানা এলাকার কল্যাণপুরে ঘটেছিল।

মহরমের মিছিলে জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটল। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের পালামু জেলার অন্তর্গত চৈনপুর থানার অন্তর্গত কল্যাণপুরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মহরম মিছিলের সময় জাতীয় পতাকা অসম্মান করার মামলায় ১৩ জন সহ অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, গত শুক্রবার চৈনপুর থানা এলাকার কল্যাণপুরের কাঁকড়ি থেকে মহরমের মিছিল বেরিয়েছিল। অভিযোগ, সেই মিছিলেই নাকি জাতীয় পতাকার অবমাননা করা হয়েছিল। সেই ঘটনার একটি ভিডিয়ো এবং ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নজরে আসতেই স্বতঃপ্রণোদিত ভাবে তদন্তে নামে পুলিশ। ১৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ। সেখানে আরও ৫০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির উল্লেখও রয়েছে।

এদিকে মহরমে হিংসার ঘটনা ঘটেছে দিল্লিতেও। ঘটনায় অন্তত ১২ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৬ জনই পুলিশকর্মী। বাকি ৬ জন জখম হলেন স্বেচ্ছাসেবক। তাদের মধ্যে আবার ৫ জন মহিলা। জানা গিয়েছে, মহরমের জন্য় নির্ধরিত নির্দিষ্ট যাত্রাপথের বদলে অন্য পথে এগোতে চেয়েছিল মিছিল। তাতে বাধা দেয় পুলিশ। এরপরই নাকি শুরু হয় পাথর ছোড়ার ঘটনা। তাতেই জখম হন ১২ জন। উত্তেজিত জনতাকে সেখান থেকে সরাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় তখন। ঘটনার বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ঘটনা প্রসঙ্গে পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রোহতাক রোডে মহারাজা সূরযমল স্টেডিয়ামের সামনে উত্তেজনা ছড়ায়। এর জেরে দিল্লি পরিবহণ সংস্থার বাস সহ আশেপাশের বেশ কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। দিল্লির (শহরতলি) ডিসিপি হেমেন্দ্র কুমর সিং জানান, প্রায় ১০ হাজার লোকের একাধিক মহরমের মিছিল শান্তিপূর্ণ ভাবে এগোচ্ছিল। তবে এর মধ্যে একটি মিছিল নির্দিষ্ট রুটের পরিবর্তে অন্য রাস্তা দিয়ে যেতে চায়। সেই সময় তাদের বাধা দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। তখনই পরিস্থিতি গুরুতর হয়ে পড়ে। মিছিল থেকে পাথর ছুড়ে আসে পুলিশের দিকে। এদিকে আশেপাশের মানুষজনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ হালকা লাঠিচার্জ করে সেই মিছিলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। পরে রীতি মেনেই সেই মিছিল ফের এগোতে থাকে। পরে দিল্লির বিশেষ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) সাগর প্রীত হুডা এবং দীপেন্দ্র পাঠক, যুগ্ম পুলিশ কমিশনার (পশ্চিম রেঞ্জ) চিন্ময় বিসওয়াল সহ দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা গভীর রাত পর্যন্ত এলাকায় উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর

Latest News

কেন পালন করা হয় মিলাদ উন নবি? জেনে নিন এই দিনের ইতিহাস ‘পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস পেয়েছি!এবার বিদেশে আবার জিতব’….হুঙ্কার শান্তর… ঘটনার দিন সন্দীপ-অভিজিৎ ফোনে কথা? কোর্টে বিস্ফোরক ইঙ্গিত CBIর যৌনাঙ্গের ছবি পাঠিয়ে হেনস্থা, টলিপাড়ার এক প্রযোজকের বিরুদ্ধে এবার সরব অভিনেত্রী আরজি কাণ্ডের মধ্যেই আবার চিকিৎসক নিগ্রহ! স্বাস্থ্যকেন্দ্রেই মারধর খুন হওয়া দলীয় কর্মীকে শহিদের মর্যাদা দিলেন মানিক ভট্টাচার্য, নতুন মেজাজে বিধায়ক 1 ওভার শেষে England Women-র স্কোর 6/0 মমতার দুয়ারে ফুঁপিয়ে কান্না! চিনুন জুনিয়র ডাক্তার অমৃতাকে,লড়াইকে কুর্নিশ বিরসার আজারবাইজানে ফর্মুলা ২-র রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা! তছনছ হয়ে গেল ভারতীয় রেসারের গাড়ি… বন্যা প্রবণ অঞ্চলে দেখা দিচ্ছে খরা! এল নিনোর প্রভাবে বিপর্যস্ত ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.