বাংলা নিউজ > ঘরে বাইরে > Sharad Pawar: বেঙ্গালুরুতে আজকের বিরোধী বৈঠকে যোগ দেবেন না শরদ পাওয়ার, দাবি রিপোর্টে

Sharad Pawar: বেঙ্গালুরুতে আজকের বিরোধী বৈঠকে যোগ দেবেন না শরদ পাওয়ার, দাবি রিপোর্টে

এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার (PTI)

Opposition meet in Bengaluru: বিরোধীদের একত্রিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শরদ পাওয়ার। এখন তাঁর দলে ভাঙন। ভাইপো অজিত পাওয়ার বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। শরদেরর ‘আস্থাভাজন’ হিসেবে পরিচিত প্রফুল্ল প্যাটেলও শিবির পালটেছেন। 

বেঙ্গলুরুতে আজ থেকে শুরু হবে বিরোধীদের দু'দিনের বৈঠক। তবে আজকের বৈঠকে থাকবেন না এনসিপি প্রধান শরদ পাওয়ার। উল্লেখ্য, গতকালই শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেছিলেন ভাইপো অজিত পাওয়ারের গোষ্ঠী। সেই বৈঠকের পর অজিত গোষ্ঠীর সদস্য প্রফুল্ল প্যাটেল বলেন, 'শরদ পাওয়ার আমাদের অনুপ্রেরণা। আমরা তাঁর আশীর্বাদ নিতে এসেছিলাম। আমরা এনসিপি-কে একজোট রাখতে চাই। তাই আমরা তাঁকে বিষয়টি ভেবে দেখার অনুরোধ করি এবং আমাদের পথ প্রদর্শনের জন্য আবেদন করি। তবে তিনি কিছু বলেননি। তিনি আমাদের কথা শোনেন।' এদিকে এই বৈঠকের পরপরই বিরোধী বৈঠকে শরদের অনুপস্থিতি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। তবে আগামিকাল তিনি বিরোধী বৈঠকে যোগ দিতে বেঙ্গালুরুতে যান কি না সেদিকেই সবার নজর থাকবে।

উল্লেখ্য, বিজেপি বিরোধী বৃহত্তর জোট গড়ার ক্ষেত্রে শরদ পাওয়ারের বড় ভূমিকা রয়েছে। মহারাষ্ট্রেও শিবসেনা এবং কংগ্রেসকে একসঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। তবে এবার তাঁর নিজের দলেই চিড় ধরেছে। এর আগে পটনায় বিরোধীদের বৈঠকে মেয়ে সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটলেকে নিয়ে যোগ দিয়েছিলেন শরদ পাওয়ার। সেই প্রফুল্ল প্যাটেল শিবির পালটে অজিতের সঙ্গে হাত মিলিয়েছেন। পটনার বৈঠক প্রসঙ্গে প্রফুল্ল বলেছিলেন, 'আমার হাসি পাচ্ছিল সেখানে'। প্রসঙ্গত, বিরোধী দলগুলির প্রথম ও দ্বিতীয় বৈঠকের মধ্যকার এই এক মাসে রাজনৈতিকভাবে অনেক কিছু ঘটেছে দেশে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি শরদ পাওয়ার এবং অজিত পাওয়ারের মধ্যে বিভক্ত হয়েছে। উভয়ই নিজেদেরকে 'আসল' এনসিপি বলে দাবি করেছে। এই আবহে শরদের পরবর্তী পদক্ষেপের ওপর সবার নজর রয়েছে।

এদিকে শারীরিক কারণে আজকের নৈশভোজে অংশ নেবেন না তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতার বদলে তাঁর প্রতিনিধি হয়ে সেই নৈশভোজে অংশ নিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন। এবারের বৈঠকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ছে। জানা গিয়েছে, মোট ২৪টি দল বেঙ্গালুরুর বিরোধী বৈঠকে যোগ দিতে পারে। জুন মাসে পটনায় ১৭টি বিরোধী দল একত্রিত হয়েছিল। বিজেপি বিরোধী জোট গড়ার লক্ষ্যে প্রথম ধাপ নিয়েছিল দলগুলি। দ্বিতীয় ধাপে বেঙ্গালুরুতে দলের সংখ্যা বাড়লেও রাজনৈতিক পটভূমি বদলে গিয়েছে অনেকটাই। এদিকে মমতার মধ্যস্থতায় কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে বরফ গলেছে বলে জানা গিয়েছে। এদিকে বেঙ্গালুরুর বৈঠকে সোনিয়া গান্ধীও অংশ নিতে চলেছেন।

 

বন্ধ করুন