বাংলা নিউজ > ঘরে বাইরে > এবার যোগ নিয়ে টানাটানি নেপালের, উৎস নিয়ে বিস্ফোরক দাবি ওলির

এবার যোগ নিয়ে টানাটানি নেপালের, উৎস নিয়ে বিস্ফোরক দাবি ওলির

কেপি শর্মা ওলি (ছবি সৌজন্যে রয়টার্স)

সাম্প্রতিককালে বন্ধুত্ব ভুলে ভারতের সঙ্গে বারংবার সংঘাতের পথে হেঁটেছে নেপাল।

সাম্প্রতিককালে বন্ধুত্ব ভুলে ভারতের সঙ্গে বারংবার সংঘাতের পথে হেঁটেছে নেপাল। চিনের ইন্ধনে ভারত-নেপাল সীমান্ত নিয়ে বিতর্ক বাড়িয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই পরিস্থিতিতে এবার ফের ভারতকে খোঁচা দিলেন নেপালি প্রধানমন্ত্রী। তবে এবার সীমান্তের মতো গম্ভীর ইস্যুতে নয়, ওলির নিশানায় যোগ। গতকাল আন্তর্জাতিক যোগ দিবস ছিল। সেই যোগ দিবস উপলক্ষে ওলি দাবি করেন, যোগার উৎস নেপালে, ভারতে নয়।

যোগের উত্স নিয়ে কেপি শর্মা ওলির যুক্তি, 'বিশ্বে যখন যোগ প্রথম চালু হয় তখন ভারতের কোনও অস্তিত্বই ছিলই না। ভারত সেই সময় ছিল একটি উপমহাদেশ। একাধিক ভূখণ্ডে বিভক্ত ছিল ভারত।' আর ওলির এই মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। উল্লেখ্য, এর আগেও ভারতের বিরুদ্ধে সাংস্কৃতিক দিক থেকে অবহেলা ও বলপূর্বক দখলদারি করার অভিযোগ এনেছিলেন ওলি।

এর আগে ওলি দাবি করেছিলেন, রামচন্দ্রের জন্ম অযোধ্যায় নয়, বরং নেপালে। ওলি বলেছিলেন, 'আমরা এখনও বিশ্বাস করি ভগবান রাম আমাদের। ভারতের অযোধ্যায় তাঁর জন্ম হয়নি। অযোধ্যা আসলে বীরগঞ্জ জেলার পশ্চিমে একটি ছোট্ট গ্রাম। আমরা সাংস্কৃতিক দিক থেকে কিছুটা অবহেলিত।' ভারতকে তোপ দেগে ওলি বলেছিলেন, 'প্রকৃত সত্যকে বলপূর্বক দখল করা হয়েছে।' প্রসঙ্গত, নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে বীরগঞ্জের দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার।

বন্ধ করুন