বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতকে প্যাঁচে ফেলার চেষ্টার বর্ষপূতিতেই নেপালেই আস্থা ভোটে হার ওলির

ভারতকে প্যাঁচে ফেলার চেষ্টার বর্ষপূতিতেই নেপালেই আস্থা ভোটে হার ওলির

কেপি শর্মা ওলি। (ছবি সৌজন্য রয়টার্স)

সংসদে আস্থা ভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

সংসদে আস্থা ভোটে হেরে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আস্থা ভোটে জয়ের জন্য ওলির কমপক্ষে ১৩৬ টি ভোটের দরকার ছিল। কিন্তু ৯৩ জন সেই প্রস্তাবের সমর্থনে ভোট দেন। ১২৪ জন বিরোধিতা করেন। আর ১৫ জন কোনও পক্ষ নেননি। অর্থাৎ প্রধানমন্ত্রীর কুর্সি ধরে রাখার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারেননি ওলি।

গত মার্চে সরকার থেকে জোটসঙ্গী ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সমর্থন তুলে নেওয়ায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন ওলি। ফলে আস্থা ভোটের আগে হুইপ জারি করেছিল সিপিএম-ইউএমএল (কমিউনিস্ট পার্টি অফ নেপাল - ইউনিফায়েড মার্ক্সিট লেনিনিস্ট)। শুধু তাই নয়, হিমালয়ান টাইমসের প্রতিবেদন উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, আস্থা ভোটপর্ব শুরু আগে সংসদে নিজের সরকারের ‘কৃতিত্ব’ তুলে ধরেছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। 

দীর্ঘদিন ধরেই দলের অন্দরে বিরোধিতার মুখে পড়ে আসছেন ওলি। বিরোধী গোষ্ঠীর তরফে বারবার দাবি করা হয়, যে সাধারণ আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন ওলি, তা যেন প্রত্যাহার করা হয়। দলের অভ্যন্তরে যে সমস্যাগুলি মাথাচাড়া দিচ্ছিল, তা সমাধানের জন্য একসঙ্গে কাজের বার্তা দেওয়া হয়েছিল। তারইমধ্যে পুষ্পকুমার দাহাল ওরফে প্রচণ্ডের নেতৃত্বাধীন গোষ্ঠীর চালে আরও চাপে পড়ে যান ওলি। 

তবে শুধু দলের অন্দরে নয়। করোনাভাইরাস মহামারী সামলানো নিয়ে দেশের অভ্যন্তরে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ওলি। বিশেষত গত কয়েকদিনে যেভাবে দেশে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে, তাতে সেই সমালোচনার মাত্রা আরও বাড়তে থাকে। বিভিন্ন হাসপাতাল থেকে ওষুধ, অক্সিজেন শেষ হয়ে যাওয়ার খবরও মিলতে থাকে। সেই পরিস্থিতিতে আরও কঠিন হয়ে ওঠে ওলির কাজ।

উল্লেখ্য, গত বছর মে'তে ভারতীয় ভূ-খণ্ডের লিমপিয়াধুর, লিপুলেখ এবং কালাপানিকে নেপালের মানচিত্র দেখিয়েছিল ওলি প্রশাসন। রাজনৈতিক মহলের মত ছিল, দেশের অন্দরে ভারতের বিরুদ্ধে অতি-জাতীয়তাবাদী মনোভাবের জিগির তুলে নিজের মসনদ পোক্ত করার উদ্দেশ্য আছে ওলির। কিন্তু পরে নিজের দেশেই ধাক্কা খান। 

পরবর্তী খবর

Latest News

কেনিয়ায় বিদ্যুৎ লাইনের কাজ করবে আদানি, ১৩০ কোটি ডলারের বরাত Incognito Mode চালু করল Swiggy! কোন কাজে লাগবে এই ফিচার 'ফেমাস' স্ত্রীয়ের দেহ টুকরো টুকরো করে মিক্সারে ব্লেন্ড করলেন স্বামী ‘কালিঘাটের ময়না …, আপনারা যখন বলেন, তার বেলা?' দেবাংশুর হয়ে ব্যাট ধরলেন রাজর্ষি ‘নিজের বেস্ট দিয়েছিল, আমারও ২ মেয়ে আছে, আমি ফিল করতে পারি’, হতাশ অভিজিতের স্ত্রী ISL Mohammedan vs North East Live updates- ঐতিহাসিক দিন মহমেডানের,সামনে নর্থইস্ট Pakistan Women বনাম South Africa Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ভণ্ডামি জুনিয়র ডাক্তারদের, মাইনের সময় মমতাকে বিশ্বাস? ‘কুকথা’ মন্ত্রীর বিয়েতেই যত্ত ‘সমস্যা’! আটকে পাগল প্রেমীর কাজ, বাধ্য হয়েই ছোটপর্দায় ফিরছেন আদৃত? তৃতীয় ইনিংসেই 'এক দেশ, এক নির্বাচন' নীতি কার্যকর করবে মোদী সরকার, দাবি সূত্রের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.