ভারতে কোনও চিনা খেলনা নির্মাতার ছাড়পত্র নেই! সাফ জানিয়ে দিল কেন্দ্র
Updated: 07 Jan 2023, 08:42 PM ISTভারতে প্রায় ১,০০০ খেলনা প্রস্তুতকারকের কাছে এই BIS লাইসেন্স রয়েছে। এর মধ্যে ৯৮২টি ভারতীয় সংস্থা। অন্যদিকে ২৯টি বিদেশি কোম্পানি। ভারতের বিদেশি খেলনা কোম্পানিগুলির মধ্যে সবচেয়ে বেশি এসেছে ভিয়েতনাম থেকে। সেখানকার প্রায় ১৪টি সংস্থার কাছে এই মানদণ্ডের ছাড়পত্র রয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি