বাংলা নিউজ > ঘরে বাইরে > ভুল করে প্রবাসী যুবকের অ্যাকাউন্টে ২১ লাখ টাকা দিল HDFC, তারপর থেকেই পাত্তা নেই

ভুল করে প্রবাসী যুবকের অ্যাকাউন্টে ২১ লাখ টাকা দিল HDFC, তারপর থেকেই পাত্তা নেই

ফাইল ছবি: ব্লুমবার্গ (Bloomberg)

যুবকের HDFC অ্যাকাউন্টে এভাবেই রাতারাতি ২১ লাখ টাকা যোগ হয়। তবে তারপর তিনি ব্যাঙ্কের সঙ্গে মোটেও সহযোগিতা করেননি। অন্তত HDFC ব্যাঙ্কের অভিযোগ সেটাই। গত অক্টোবর থেকে সেই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিকে তাঁর কোনও হদিশই নেই।

ধরুন ঘুম থেকে উঠলেন। ফোন চেক করলেন। দেখলেন ব্যাঙ্কের মেসেজ। আপনার অ্যাকাউন্টে ২১ লক্ষ টাকা প্রবেশ করেছে! কেমন লাগবে?

ব্রিটেনে বসবাসকারী এক প্রবাসী ভারতীয়েরও সম্ভবত এই অনুভূতিই হয়েছিল। পঞ্চকুলার আদি বাসিন্দা এক যুবকের HDFC অ্যাকাউন্টে এভাবেই রাতারাতি ২১ লাখ টাকা যোগ হয়। তবে তারপর তিনি ব্যাঙ্কের সঙ্গে মোটেও সহযোগিতা করেননি। অন্তত HDFC ব্যাঙ্কের অভিযোগ সেটাই। গত অক্টোবর থেকে সেই যুবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে চলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এদিকে তাঁর কোনও হদিশই নেই। আরও পড়ুন: কার কত শতাংশ নম্বর বাড়ানো হয়েছে সেই অনুসারে টাকা নিয়েছে কুন্তলরা: CBI

HDFC ব্যাঙ্কের ওই শাখার তরফে এই বিষয়ে পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে। ব্যাঙ্কের দাবি, যার অ্যাকাউন্টে ভুল করে ২১ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছিল, তিনি ব্যাঙ্কের প্রশ্নের কোনও জবাব দিচ্ছেন না। ব্যাঙ্ক জানিয়েছে, ওই গ্রাহকের একটি সেভিংস এবং একটি কারেন্ট অ্যাকাউন্ট ছিল। সার্ভারে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই টাকা ভুল করে তাঁর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গিয়েছিল।

মনসা দেবী কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিক সুশীল কুমার জানালেন, মামলার তদন্ত শুরু হয়েছে। শীঘ্রই সরকারের মাধ্যমে ব্রিটেনের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে।

তিনি আরও বলেন, 'আমরা চণ্ডীগড় আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সমস্ত পাসপোর্ট এবং ভিসার বিশদ সংগ্রহ করব। এরপর যুক্তরাজ্যে দূতাবাসকে জানানো হবে।'

'তদন্তে জানা গিয়েছে, ২৩ বছর বয়সী ওই যুবক ব্রিটেনে পড়াশোনা করতে গিয়েছেন। আমরা তাঁর বাবার সঙ্গে কথা বলেছি। তিনি হিমাচল প্রদেশ সরকারের এক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার। কিন্তু তিনি তাঁর সন্তানকে ত্যাজ্যপুত্র করেছেন,' জানালেন পুলিশ কর্তা।

তিনি আরও বলেন, 'গত বছরের অক্টোবরে এই ঘটনা ঘটে। সেই সময়েই ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমাদের সেই বিষয়ে জানিয়েছিল। তারা প্রথমে নিজস্ব উদ্যোগে তদন্ত করে। বারবার চেষ্টা করেও টাকা ফেরত না পাওয়ায় তখন আমাদের কাছে অভিযোগ করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।'

তবে শুধু ওই যুবকই নন। ব্যাঙ্ক আধিকারিকদের ভূমিকা নিয়েও যাচাই করছেন পুলিশ আধিকারিকরা। কীভাবে ভুলবশত এত টাকা তাঁর অ্যাকাউন্টে ট্রান্সফার হল, তা যাচাই করা হবে। আরও পড়ুন: বাড়ল সুদের হার, রাখা যাবে দ্বিগুণ টাকা, পোস্ট অফিসে ‘ডবল’ সুবিধা এই স্কিমে

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন