বাংলা নিউজ > ঘরে বাইরে > Nupur Sharma Statement to Police: ‘ইসলামি ধর্মগ্রন্থ থেকে জেনেছিলাম…’, পয়গম্বর বিতর্ক নিয়ে কী বলেন নূপুর শর্মা?

Nupur Sharma Statement to Police: ‘ইসলামি ধর্মগ্রন্থ থেকে জেনেছিলাম…’, পয়গম্বর বিতর্ক নিয়ে কী বলেন নূপুর শর্মা?

ফাইল ছবি, সৌজন্যে পিটিআই

Nupur Sharma Statement: দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন) কেপিএস মালহোত্রা নিশ্চিত করেছেন যে নূপুর শর্মাকে তদন্তে যোগ দেওয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং তিনি গত ১৮ জুন তাঁর বিবৃতি রেকর্ড করেছিলেন।

পয়গম্বর বিতর্ক নিয়ে নিজের বয়ান পুলিশকে দিয়েছেন বিজেপির প্রাক্তন মুখপাত্র। শুক্রবার এমনটাই জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফে। উল্লেখ্য, শুক্রবারই নূপুর শর্মা আদালতের দ্বারস্থ হয়ে আর্জি জানিয়েছিলেন যাতে দেশের যে সব জায়গায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, তা দিল্লিতে স্থানান্তরিত করা হয়। এই আবেদন খারিজ করে দিয়ে নূপুর শর্মাকে ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত। সেদিনই দিল্লি পুলিশের তরফে জানানো হল, গত ১৮ জুন পুলিশের তলবে নিজের বয়ান রেকর্ড করে গিয়েছেন নূপুর শর্মা।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন) কেপিএস মালহোত্রা নিশ্চিত করেছেন যে নূপুর শর্মাকে তদন্তে যোগ দেওয়ার জন্য একটি নোটিশ দেওয়া হয়েছিল এবং তিনি গত ১৮ জুন তাঁর বিবৃতি রেকর্ড করেছিলেন। ঘটনা সম্পর্কে অবগত এক পুলিশ কর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন যে বয়ানে নূপুর শর্মা জানিয়েছেন, তিনি যা বলেছেন তা তিনি ‘ইসলাম ধর্মের এক গ্রন্থ থেকেই জেনেছিলেন’। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাঁর বক্তব্যের যে অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তা কোনও প্রাসঙ্গিকতা ছাড়াই পোস্ট করা হয়েছিল।

উল্লেখ্য, এক টিভি ডিবেট চলাকালীন হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন নূপুর শর্মা। নূপুরের সেই বক্তব্যের প্রেক্ষিতে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আগুন জ্বলেনেছে, হিংসার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে শীর্ষ আদালত নূপুর শর্মাকে বলে, ‘দেশে যা যা ঘটছে তার জন্য একক ভাবে দায়ী’ তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্ট বলে, টিভিতে এসে সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত নূপুর শর্মার। তবে মৌখিক পর্যবেক্ষণে তুলোধনা করা হলেও নূপুর শর্মার মামলায় রায়ের যে কপি আপলোড করা হয়েছে, তাতে সেরকম কোনও শব্দ ব্যবহার করা হয়নি সুপ্রিম কোর্টের তরফে।

পরবর্তী খবর

Latest News

ISL শুরুর আগেই ধাক্কা ইস্টবেঙ্গলের… চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি! মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.