বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘Sex Here’ Ad of Hotel goes Viral: '১০০০ টাকায় যারতার সঙ্গে সেক্স করুন', নন-ভেজ হোটেলের সাইনবোর্ডে শোরগোল

‘Sex Here’ Ad of Hotel goes Viral: '১০০০ টাকায় যারতার সঙ্গে সেক্স করুন', নন-ভেজ হোটেলের সাইনবোর্ডে শোরগোল

চেন্নাইয়ে হোটেলের সাইনবোর্ডে শোরগোল

সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সংগঠনের তামিলনাড়ু ইউনিট এই ইস্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। হোটেলের সামনে থেকে অশ্লীল ডিসপ্লে বোর্ড সরানোর দাবি জানান তারা।

চেন্নাইয়ের এক হোটেলের সামনে অশ্লীল বার্তা দেওয়া এক সাইনবোর্ড ঘিরে বিগত বেশ কয়েকদিন ধরে হইচই পড়ে গিয়েছিল। সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সংগঠনের তামিলনাড়ু ইউনিট এই ইস্যুতে রাস্তায় নেমেছিলেন। এই আবহে শেষ পর্যন্ত ২৪ ডিসেম্ব সেই হোটেলের সামনের অশ্লীল সাইনবোর্ডটি খুলে দিয়ে আসে পুলিশ। ভাইরাল ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, চেন্নাইয়ের লিটল মাউন্ট মেট্রো স্টেশনের সামনেই অবস্থিত একটি 'নন-ভেজ' হোটেলের বাইরে ইলেকট্রনিক সাইনবোর্ড রয়েছে। তাতে লেখা, 'এই হোটেলে আসুন এবং যারতার সঙ্গে সেক্স করুন মাত্র ১০০০ টাকার বিনিময়ে।' এই সাইনবোর্ডের ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। প্রতিবাদে নামে মহিলা সংগঠন। চেন্নাই পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ওঠে, চেন্নাইয়ে কীভাবে শহরের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড চলতে পারে। পুলিশকে অবিলম্বে পদক্ষেপ করার দাবি তোলা হয় বিভিন্ন মহলের তরফে।

এদিকে মহিলা সংগঠনের অভিযোগ এবং টুইটারে ভাইরাল ছবি ও ভিডিয়ো দেখে তৎপর হয় চেন্নাই পুলিশ। তারা এই হোটেলের সাইনবোর্ড নিয়ে পদক্ষেপ করে। বিবৃতি প্রকাশ করে পুলিশ জানায়, হোটেলের বাইরের ইলেকট্রনিক সাইনবোর্ডটি খুলে ফেলা হয়ছে। পুলিশ জানিয়েছে, হোটেল মালিক তাদের কাছে দাবি করেছেন, সম্প্রতি তাদের ওয়াইফাই নেটওয়ার্কে কেউ যোগ দিয়েছিল। সেই ব্যক্তি এই 'নাশকতা' করে সাইনবোর্ডে যৌন উস্কানিমূলক বার্তা লিখে দিয়েছে। হোটেল মালিকের অভিযোগ, তাদের ওয়াইফাই নেটওয়ার্ক সুরক্ষিত ছিল না। এবং টেকনিকাল জ্ঞান থাকা কেউ একজন তার ফায়দা তুলে এভাবে সাইনবোর্ডের লেখা বদলে দিয়েছে।

এদিকে পুলিশ তদন্তে নেমে দেখে, সত্যি সাইনবোর্ডের ডিসপ্লেতে যে লেখা রয়েছে, তা হোটেল ম্যানেজমেন্টের তরফে লেখা হয়নি। পুলিশ আরও জানায়, উক্ত হোটেলে কোনও বেআইনি কাজ হয় না। বা যৌনতার জন্য রুম ভাড়া দেওয়া হয় না। পাশাপাশি পুলিশের তরফে সাধারণ জনগণকে ওপেন ওয়াইফাই নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে। অন্যান্য জায়গায় যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা হোটেলের এই ধরনের ইলেকট্রনিক প্যানেল রয়েছে, তাদেরকে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। এদিকে এই হোটেলের সাইনবোর্ড বদলের নেপথ্যে কে আছে, তা এখনও জানা যায়নি। অভিযুক্তকে খুঁজে বের করতে তদন্ত জারি রেখেছে পুলিশ। নিছক মজার ছলে নাকি হোটেলের ভাবমূর্তি নষ্ট করতে এই কাজ করা হয়েছিল, সেই সম্পর্কেও অনুমান করতে পারেনি পুলিশ।

বন্ধ করুন