ঘোষণা করা হল ওড়িশার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের ফল ঘোষণা করেছে স্কুল ও গণশিক্ষা দফতর। রাত আটটা থেকে chseodisha.nic.in এবং orissaresults.nic.in-সহ একাধিক ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পড়ুয়ারা।
একনজরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট :
১) স্কুল ও গণশিক্ষা মন্ত্রী সমীররঞ্জন দাশ জানান, বিজ্ঞান বিভাগে ৯৫.১৫ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছেন। বাণিজ্য বিভাগে পাশের হার ৯৪.৯৬ শতাংশ।
২) বিজ্ঞান বিভাগে ৮৯,৯৫১ জন পাশ করেছেন। প্রথম বিভাগে পাশ করেছেন ৫৫,৪৬৮ জন পড়ুয়া। দ্বিতীয় ডিভিশন এবং তৃতীয় ডিভিশনে যথাক্রমে ১৬,৯৪৩ জন এবং ১৪,৬৩১ জন পড়ুয়া পাশ করেছেন।
৩) বাণিজ্য বিভাগে ২৩,২৯২ জন পাশ করেছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ করেছেন ৮,৩৫৫ জন। দ্বিতীয় ডিভিশনে ৫,৬৯২ জন পাশ করেছেন। ৯,০৬৬ জন উত্তীর্ণ হয়েছেন তৃতীয় ডিভিশনে।
ওয়েবসাইটে কীভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন?
১) orissaresults.nic.in সাইটে যেতে হবে।
২) Annual CHSE Examination Science (Regular 2021), Annual CHSE Examination Commerce (Regular 2021) এবং Annual CHSE Examination Commerce (Ex-Regular 2021) লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) 'Submit'-এ ক্লিক করতে হবে।
৫) স্ক্রিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।
৬) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।
তবে কলা বিভাগ এবং ভোকেশনাল স্টাডিজের ফলাফল কবে প্রকাশিত হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। ওই দুই বিভাগের ফলাফল প্রকাশের জন্য আরও কিছুটা সময চেয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে ওড়িশা সরকার যে দুই বিভাগের ফলাফল অগস্টে প্রকাশিত হতে পারে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। তারইমধ্যে বোর্ডের আধিকারিকরা জানিয়েছেন, যে পড়ুয়ারা বিকল্প মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট হবেন না, তাঁরা পরে ঐচ্ছিক পরীক্ষায় বসার সুযোগ পাবেন। যা ওড়িশায় করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই নেওয়া হবে।