বাংলা নিউজ > ঘরে বাইরে > Opposition Meet: জাতিভিত্তিক জনগণনা থেকে হিংসা ইস্যু! বিরোধীদের হাইভোল্টেজ যৌথ বিবৃতিতে উঠল কোন কোন দিক

Opposition Meet: জাতিভিত্তিক জনগণনা থেকে হিংসা ইস্যু! বিরোধীদের হাইভোল্টেজ যৌথ বিবৃতিতে উঠল কোন কোন দিক

প্রযুক্তিনগরী বেঙ্গালুরুর বুকে এই বৈঠক ঘিরে বেশ কিছু নজর কাড়া দৃশ্য দেখা গেল। কোথাও মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের পাশে বিহারের তাবড় নেতা লালু প্রসাদ, তো কখনও বৈঠকের ফাঁকে মমতার সঙ্গে কথা বলতে দেখা গেল রাহুল গান্ধীকে। এই পরিস্থিতিতে দেখা যাক বিরোধী দলগুলির যৌথ বিবৃতিতে কী কী উঠে এল।