বাংলা নিউজ > ঘরে বাইরে > মাকে স্কুটারে চাপিয়ে তীর্থযাত্রায় ছেলে, পেরোলেন ৬৬,০০০ কিমি পথ, এ এক অন্য ভ্রমণ

মাকে স্কুটারে চাপিয়ে তীর্থযাত্রায় ছেলে, পেরোলেন ৬৬,০০০ কিমি পথ, এ এক অন্য ভ্রমণ

এভাবেই মাকে স্কুটারে চাপিয়ে তীর্থ দর্শনে ছেলে।হিন্দুস্তান টাইমস

কৃষ্ণ কুমার আগে সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন। তবে মাকে নিয়ে ভ্রমণের নেশায় তিনি চাকরি ছাড়েন। এরপর বেরিয়ে পড়া।

কে সন্দীপ কুমার

এ যুগের শ্রবণকুমার। এ এক অন্য ভ্রমণ। সঙ্গী বলতে ২০ বছরের পুরানো বাজাজ চেতক স্কুটার। তাতে মাকে চাপিয়ে তীর্থ ভ্রমণে ছেলে। শুধু ভারতবর্ষে নয়, ভারতের গন্ডী পেরিয়ে নেপাল, ভুটান, মায়ানমারে পাড়ি দিয়েছেন তাঁরা। মায়ের ইচ্ছাপূরণের জন্য হাজার হাজার মাইল ছুটে চলেছেন পুত্র। এক মন্দির থেকে অপর মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। মাকে নিয়ে পুত্র ডি কৃষ্ণ কুমারের এই ভ্রমণবৃত্তান্ত নিঃসন্দেহে রূপকথার মত শোনায়।

বৃহস্পতিবার তাঁরা চিত্রকূট থেকে প্রয়াগরাজে পৌঁছন। এরপর শুক্রবার সন্ধ্যায় তাঁরা বারাণসীর উদ্দেশ্যে রওনা দেন। তবে সঙ্গমে স্নান করেছেন তাঁরা। গঙ্গা আরতিও দর্শন করেন তাঁরা। কয়েকটি মন্দির দর্শন করে তাঁরা রামকৃষ্ণ আশ্রমে রাতটা কাটান। ৪৪ বছর বয়সী ডি কৃষ্ণকুমার। আদতে তিনি মাইসুরুর বাসিন্দা। মা চূড়ারত্না। বয়স ৭৪ বছর। কৃষ্ণ কুমার আগে সফটওয়ার ইঞ্জিনিয়ার ছিলেন। তবে মাকে নিয়ে ভ্রমণের নেশায় তিনি চাকরি ছাড়েন। এরপর বেরিয়ে পড়া।

এতদিন পর্যন্ত তাঁরা ৬৬,৮৮৯ কিমি ভ্রমণ করে ফেলেছেন। সেই ২০১৮ সালে ১৬ জানুয়ারি থেকে তাঁরা যাত্রা শুরু করেন। এরপর আর থামেননি। সঙ্গী বলতে সেই পুরানো স্কুটার।

এদিকে কোভিডের কারণে তাঁদের যাত্রা কিছুটা থমকে গিয়েছিল। ভুটান সীমান্তে তাঁরা প্রায় ৫০ দিন কাটিয়ে দিয়েছিলেন। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তাঁরা আবার বাড়়ি ফিরে আসেন। তিনি জানিয়েছেন, ২০২২ সালের ১৫ অগস্ট ফের যাত্রা শুরু করি।

অনেকেই তাঁকে রামায়ণের সেই শ্রবণকুমারের সঙ্গে তুলনা করেন। যিনি তাঁর দৃষ্টিহীন বাবা মাকে ঝুড়িতে চাপিয়ে তীর্থ দর্শনে বেরিয়েছিলেন।

কৃষ্ণ কুমার জানিয়েছেন, প্রায় ৬০ বছর মা চার দেওয়ালের মধ্য়ে কাটিয়ে দিয়েছেন। আমি মায়ের ইচ্ছা পূরণ করতে চেয়েছি। মাতৃ সেবা সঙ্কল্প যাত্রা। বাবা ২০১৫ সালে মারা গিয়েছিলেন। এই স্কুটারটা বাবা ২০ বছর আগে আমার জন্য কিনেছিলেন। সেই স্কুটারে চেপেই এই যাত্রা।

মোটা মাইনের চাকরি ছেড়ে মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন তীর্থদর্শনে। এর মধ্যেই তাঁরা কর্নাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ভ্রমণ করে ফেলেছিলেন। ইউপির পরে তাঁরা বিহার যেতে চান। কিন্তু রাতে কোথায় তাঁরা থাকেন?

কৃষ্ণ কুমার জানিয়েছেন তীর্থ দর্শনে বেরিয়েছি। হোটেলে থাকি না। মাকে নিয়ে মঠে, মন্দিরে, সাধু সন্তদের সঙ্গে কাটিয়ে দিই।

 

ঘরে বাইরে খবর

Latest News

রাতের অন্ধকারে জুন মালিয়ার ব্যানার–পোস্টার ছেঁড়ার অভিযোগ, বিজেপিকে দুষছে তৃণমূল প্রাথমিকে আর ২৫০ জনকে ২ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ‘আগে নিজে দেহত্যাগ করুন’, SSC মামলার পরই পদত্যাগ করতে বলায় অভিজিৎকে আক্রমণ মমতার ওয়েইসির সম্পত্তির মূল্য ২৩ কোটি, ২২১ কোটি ধনসম্পদ বিজেপি প্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচের ড্রপ ইন উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে,থাকবে বাউন্স এবং পেস ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.