যে পুরুষরা মাংস খান, তাঁদের সঙ্গে সেক্স করবেন না। মহিলাদের এমনই পরামর্শ দিল পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল (পেটা)। পশুপ্রেমী সংগঠনের দাবি, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি জলবায়ুর ক্ষতি করেন।
একটি বিবৃতিতে পেটার তরফে দাবি করা হয়েছে, জার্নাল Plos One-র গবেষণায় দেখা গিয়েছে যে ‘জলবায়ু বিপর্যয়ে’ মহিলাদের তুলনায় পুরুষরা দায়ী। মূলত মাংস খাওয়ার জন্য পুরুষরা বেশি জলবায়ুর ক্ষতি করেন। পুরুষদের খাদ্যাভ্যাসের কারণে ৪১ শতাংশ বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় বলে পশুপ্রেমী সংগঠনের তরফে দাবি করা হয়েছে।
মূলত শহরতলির পুরুষদের কথা উল্লেখ করে পেটার বিবৃতিতে দাবি করা হয়েছে, হাতে বিয়ারের বোতল নিয়ে নিজেদের দামি গ্যাস গ্রিলে সসেজ রান্না করেন। এই 'বার্বিকিউ মাস্টার'-রা মনে করেন যে মাংস খেয়ে তাঁরা নিজেদের কাছে এবং অন্যান্যদের কাছে পুরুষত্ব প্রমাণ করতে পারবেন। তাতে যে শুধুমাত্র পশুদের কষ্ট হচ্ছে, সেটাই নয়। পৃথিবীরও ক্ষতি হচ্ছে বলে ওই পশুপ্রেমী সংগঠনের তরফে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: Maheep Kapoor: বিয়ে টিকিয়ে রাখতে 'ভালো সেক্স'ই শেষ কথা! রালিয়া’,‘ভিক্যাট’কে উপদেশ মাহিপের
টাইমস রেডিয়োয় একটি সাক্ষাৎকারে পেটার জার্মানির প্রতিনিধি ডক্টর কেয়ার্স বেনেট দাবি করা হয়েছে, মহিলাদের থেকে বেশি মাংস খাওয়ায় পুরুষরা ৪০ শতাংশ বেশি কার্বন নিঃসরণ করেন। নিজেদের কর্মকাণ্ডের জন্য পুরুষদের ফল ভুগতে হবে। গত ১০ বছরে ব্রিটেনের মাংস খাওয়ার পরিমাণ ১৭ শতাংশ কমেছে। কিন্তু সেটা যথেষ্ট নয়। প্রতি বছর ১০০ কোটি মুরগি, গরু এবং শুয়োর হত্যা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে সকলকে ‘ভেগান ডায়েট’-এর পরামর্শ দিয়েছেন বেনেট। তাঁর বক্তব্য, ‘ভেগান ডায়েট’-এর ফলে জলবায়ুর পক্ষে সহায়ক হবে। বনভূমি ধ্বংস, মহামারী, দূষণে ইতি পড়বে।
আরও পড়ুন: বিয়ে শুধু যৌনসুখের জন্য নয়, আসল কারণটা হল… বড় পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের
‘যে পুরুষরা মাংস খান, তাঁদের সঙ্গে সেক্স করবেন না’
তাঁকে প্রশ্ন করা হয়েছিল, মহিলারা কি পুরুষদের বলবেন যে মাংস খাওয়া কমিয়ে দিলে ‘ইনসেনটিভ’ হিসেবে সেক্সের সুযোগ পাবেন। তাতে বেনেট দাবি করেন, সেটা ভালো বুদ্ধি। সেই 'সেক্স স্ট্রাইক'-র আর্জি জানিয়ে পেটার তরফে জানানো হয়েছে, নিজেদের কর্মকাণ্ডের ফল ভুগতে হবে পুরুষদের। তাই মহিলাদের 'সেক্স স্ট্রাইক'-র পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে তাঁদের স্বামীরা ‘ভেগান’ হতে বাধ্য হন।