'পরে এটা(ঋণ) আরও বাড়ানো হবে। আমি মনে করি, এর মাধ্যমে চিন এক মহান বন্ধুত্বের প্রমাণ দিয়েছে,' জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না থেকে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের এই ঋণ-সহায়তা প্রদান করা হবে।
1/5পাকিস্তানের দুরাবস্থায় প্রায় ১০ হাজার কোটি টাকার(ভারতীয় মুদ্রায়) ঋণ দিচ্ছে চিন। আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার এমনটাই জানিয়েছেন। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক অফ চায়না থেকে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের এই ঋণ-সহায়তা প্রদান করা হবে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5গত ৩ মার্চ ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনের বক্তৃতায় তিনি জানান, 'ইতিমধ্যেই সমস্ত অফিসিয়াল কাজকর্ম সম্পূর্ণ করা হয়েছে। এই প্রক্রিয়ার ডকুমেন্টেশন হয়ে গিয়েছে।' ফাইল ছবি: এএফপি (Reuters)
3/5এই তহবিলের মাধ্যমে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো হবে। বর্তমানে পাকিস্তান সামগ্রিকভাবে কঠিন অর্থনৈতিক অবস্থায় রয়েছে। পাক অর্থমন্ত্রীর দাবি, আগামী সপ্তাহের সোমবার বা মঙ্গলবারের মধ্যেই চিন থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার এসে যাবে। তার পরের আরও ১০ দিনের মধ্যে আরও ৫০০ মিলিয়ন ডলার পৌঁছে যাবে পাকিস্তানের হাতে। ফাইল ছবি: এএফপি (Reuters)
4/5তিনি জানিয়েছেন, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $৩.৮২ বিলিয়ন পড়ে ছিল। তুলনাস্বরূপ ভারতের Forex রিজার্ভ সাম্প্রতিক অতীতে গড়ে ৫৬০-৬০০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে থাকে। ফাইল ছবি: এএফপি (Reuters)
5/5'পরে এটা(ঋণ) আরও বাড়ানো হবে। আমি মনে করি, এর মাধ্যমে চিন এক মহান বন্ধুত্বের প্রমাণ দিয়েছে,' জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। ফাইল ছবি: রয়টার্স (Reuters)